অক্ষয় হাঁটছেন, আর পিছন থেকে নজরদারি চালাচ্ছে ‘ড্রাগনের চোখ’, নেটপাড়া বলছে…
পরেছেন পকেট দেওয়া কার্গো প্যান্ট। উপরে হুডি দেওয়া গেঞ্জি। পায়ে সবুজ স্নিকার্স, সে তো না হয় হল। মুম্বই বিমানবন্দরে বৃহস্পতিবার এভাবেই দেখা গেল অক্ষয়কে। পাপারাৎজির ক্যামেরায় পোজও দিলেন। কিন্তু অক্ষয় একটু এগোতেই চোখ গেল ওঁর পিঠের দিকে, এটা কী? অক্ষয়ের পিঠে ড্রাগনের চোখ জ্বলছে যে…।
অক্ষয়ের ব্যাগ দেখে চমকে যেতে হয়। কেউ কেউ যদিও হেসেই ফেললেন। সে যাই হোক, ব্যাগে লাগানো ড্রাগনের চোখ দুটি কিন্তু সকলের দিকে তাকাতে তাকাতে গেল। একবার চোখ বন্ধু হল তো একবার খুলল। হ্যাঁ ঠিকই ধরেছেন, ব্যাগে লাগানো ডিজিটাল চোখ। এদিকে অক্ষয়ের এই নতুন স্টাইলের ব্যাগ দেখে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই বেশ মজা পেয়েছেন এমন ডিজিটাল চোখ লাগানো ব্যাগ দেখে।
তবে এই ব্যাগের দাম কত জানেন? খোঁজ নিয়ে জানা গেল এই ব্যাগের দাম ৯ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। যেটি কিনা ওয়াটার প্রুফ।
কেউ লিখেছেন, ‘দারুণ ব্যাগটা তো!’, কেউ লিখেছেন, ‘আমি সেই ব্যাগের দিকে তাকাতে পারছি না, কোথায় পাব?’ কারোর ব্যাগ ছাড়াও জুতোর দিকেও নজর গিয়েছে। লিখেছেন, ‘এমন ব্যাগট আমারও চাই এবং সেই জুতাগুলোও চাই…সুপার স্টাইলিশ।’ তবে কিছু লোকজন ট্রোল করতেও ছাড়েননি, লিখেছেন, ‘বুড়ো বয়সে ছোঁড়া সাজছে’। কারোর মন্তব্য ‘ওতো শয়তানের চোখ’, কেউ দুঃখ করে লিখেছেন, ‘আমার কাছেও এমন একটা ব্যাগ আছে, কিন্তু কেউ কখনও সেটা দেখে প্রশ্ন করেননি।’
কিছুদিন আগেই অক্ষয় একটি খোলা পিঠের ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যায় ছেলে ‘আরভ’-এর নাম লেখা ট্যাটু ও রুদ্রাক্ষ মালা। উত্তরাখণ্ড থেকে নিজের ইনস্টাগ্রামে সেই ছবিটি শেয়ার করে অক্ষয় লেখেন, ‘আশ্চর্যজনক দেবভূমিতে একটি আশ্চর্যজনক শ্যুট শিডিউল গুটিয়েছি। লাভ ইউ উত্তরাখণ্ড আশা করি শীঘ্রই ফিরে আসব।’
প্রসঙ্গত, খুব শীঘ্রই অক্ষয়কে OMG 2 ছবিতে দেখা যাবে। যেটি কিনা ২০১২ তে মুক্তি পাওয়া – OMG-র আধ্যাত্মিক সিক্যুয়েল! অক্ষয় কুমার ছাড়াও সেখানে ছিলেন পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম, অরুণ গোভিল এবং আমির নায়েক।
For all the latest entertainment News Click Here