অক্ষয়-প্রিয়াঙ্কা একসঙ্গে কাজ করুক চাইতেন না টুইঙ্কল, বিস্ফোরক দাবি বলি-পরিচালকের
বলিউডে নায়ক-নায়িকাদের মধ্যে লিঙ্কআপ কোনও নতুন ঘটনা নয়। একসঙ্গে দু থেকে তিনটির বেশি ছবি করলেই শুরু হয়ে যায় তাঁদের প্রেম নিয়ে চর্চা। বিশেষ করে সেই সিনেমাগুলিতে যদি থাকে বোল্ড সিন। অক্ষয় কুমার আর প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের চর্চা শুরু হয়েছিল ২০০৪-৫ সাল নাগাদ। এমনকী, তারপর থেকে একসঙ্গে কাজ করাও বন্ধ করে দেন তাঁরা। সম্প্রতি এই নিয়ে কথা বলতে শোনা গেল পরিচালক সুনীল দর্শনকে। যিনি জানালেন, অক্ষয়-পত্নী টুইঙ্কই নাকি চাইতেন না তাঁর বর কাজ করুক প্রিয়াঙ্কার সঙ্গে। এমনকী তাঁর ছবি ‘বরসত’ থেকে নাকি এই কারণেই শেষ মুহূর্তে সরে গিয়েছিলেন খিলাড়ি কুমার।
২০০৫ সালে মুক্তি পেয়েছিল বরসাত, যাতে অভিনয় করেছিলেন ববি দেওল, করিনা কাপুর, করিশ্মা কাপুর। তবে প্রথমে অক্ষয়েরই কাস্টিং হয়েছিল এই ছবিতে। একটি গানের শ্যুটও করেছিলেন তিনি। তবে তারপর ছবি থেকে সরে দাঁড়ান। সেই জায়গায় আসেন ববি। ২০০৩-২০০৫ সালের মধ্যে একাধিক ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা-অক্ষয়, যার মধ্যে রয়েছে আন্দাজ, মুঝসে শাদি করোগি আর এতরাজ।
আন্দাজ, হা ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়, বরসাত, এক হাসিনা থি এক দিলরুবা থা-র মতো একাধিক ছবি উপহার দিয়েছেন তিনি বলিউডকে। এক সাক্ষাৎকারে সুনীল দর্শন জানান, ‘অক্ষয় কুমার আর প্রিয়াঙ্কা চোপড়া দারুণ জুটি ছিল। ওদেরকে খুব ভালো লাগত একসঙ্গে। কেমিস্ট্রি অসাধারণ। আমার তো গানটা দারুণ লেগেছিল। কী সেনসুয়াস, কিন্তু ভালগার নয়। এরপর প্রিয়াঙ্কা গেল ওয়ার্ল্ড ট্যুরে, জানি না মাঝে কী হল।’ আরও পড়ুন: অজয়ের আগে কাজল ভালোবাসতেন বলিউডের আরেক সুপুরুষ নায়ককে, গোপন কথা ফাঁস করলেন করণ!
এরপর সুনীল জানান, তিনি পরে জানতে পারেন অক্ষয়ের বউ টুইঙ্কলের এই জুটি নিয়ে সমস্যা ছিল। ‘পরে আমি জানতে পারি ওর (অক্ষয়) আর ওর বউয়ের মধ্যে কিছু আলাদা ইস্যুও আছে। আমার কানে আসে টুইঙ্কলের সমস্যা আছে প্রিয়াঙ্কাকে নিয়ে। আমার তো মনে হয় এই পেশারই আলাদা সমস্যা আছে। মাঝে মধ্যে নৈকট্য, কখনো তারকাদের ব্যক্তিগত জীবনশৈলী এসব বাড়িয়ে দেয়, আর তাতে ধুয়ো দেয় মিডিয়া। কেউ একবারও ভাবে না এর ফলে একজন পরিচালকের কত ক্ষতি হতে পারে।’
For all the latest entertainment News Click Here