অক্ষয়ের পাশে দাঁড়ালেন করণ! ওএমজি ২ নিয়ে রকি অউর রানি পরিচালকের বড় সিদ্ধান্ত
১১ অগস্ট মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমারের ওএমজি ২। ইতিমধ্যেই ছবির টিজার এসেছে প্রকাশ্যে। আপাতত শোনা যাচ্ছে এই ছবির মুক্তি নিয়ে খুব সাবধানী সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)। কারণ তারা কোনওভআবেই আদিপুরুষ-এর কোনও সমানুরূপ প্রক্রিয়া চান না এই ছবি ঘিরে। তবে এই দুসময়ে অক্ষয় পাশে পেলেন করণ জোহরকে।
খবর রয়েছে, সিবিএফসি-র তরফে নাকি ওএমজি সিনেমাতে লাগাতে বলা হয়েছে ২০০ কাট। এখানেই শেষ নয়, রিভিশন সার্টিফিকেট ছবিকে ধরিয়েছে A সার্টিফিকেট। মানে ১৮ বছর হলেই দেখা যাবে ছবিখানা। যা অক্ষয়ের সিনেমার ক্ষেত্রে খুবই বিরল ঘটনা। যদিও সিবিএফসি বা ওএমজি ২-এর নির্মাতারা এই নিয়ে মুখ খোলেননি এখনও।
খবর রয়েছে ওএমজি ২-এর নির্মাতারা এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি সিবিএফসি-র কথামতো কাট বসিয়ে তা ১১ অগস্ট ছেড়ে দেওয়া হবে। না পুণরায় বিবেচনার জন্য যাওয়া উচিত হবে রি-রিভিসিটিং কমিটির কাছে। সেক্ষেত্রে মুক্তি পিছনোর কথাও ভেবে দেখা হচ্ছে। সিবিএফসি-র বলে দেওয়া কাটে যেমন না খুশ দর্শকেরা, তেমনই আশাহত পাওয়া A সার্টিফিকেট নিয়ে। ছবিতে সেক্স এডুকেশনের একটা দিক রয়েছে, সেটা সব বয়সের কথা মাথায় রেখেই বানানো। তাই ১৮ বছর থেকে যদি এই ছবি দেখার সুযোগ পায় তাহলে সেই উদ্দেশ্যই ব্যার্থ হবে।
যাই হোক, আপাতত খবর অক্ষয় কুমারের ওএমজি ২-এর ট্রেলার জুড়ে দেওয়া হবে রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেটির সঙ্গে। তবে থাকবে একটি টুইস্ট। আর তা হল ট্রেলারে সাফ লেখা থাকবে, ‘মূল ছবি এখনও সার্টিফিকেশন পাওয়া বাকি’।
অক্ষয়ের ওএমজি ২-এর টিজার মুক্তি পেয়েছে জুলাই মাসের শুরুতে। অক্ষয় শিব চরিত্রে, আর শিব ভক্ত এক আস্তিকের চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি। ট্রেলারের গল্প বলছে পঙ্কজ ত্রিপাঠীর ওরফে কান্তি শরণ মুদ্গাল রোজ পরম উত্সর্গের সঙ্গে ভগবান শিবের উপাসনা করেন। তবে তার পরিবার হঠাৎই একটি সমস্যার মুখে পড়ে। এক ঝলকে ট্রেনের নীচে একটি বাচ্চার আত্মহত্যা দেখানো হয়। মর্তে আসেন মনুষ্যরূপী শিব ওরফ অক্ষয়। ভক্তকে সঠিক পথ দেখাতে। তবে ট্রেলারে ইয়ামি গৌতমকে দেখানো হয়নি যিনি রয়েছেন আইনজীবীর চরিত্রে।
প্রসঙ্গত, বক্স অফিসে পরপর মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের সিনেমা। সেই তালিকায় রয়েছে শেষ মুক্তিপ্রাপ্ত সেলফি ছবিটিও। এখন দেখার কী হয় ওএমজি ২-এর সঙ্গে। অক্ষয়ের ভআগ্য বদলায় নাকি…
For all the latest entertainment News Click Here