অক্ষয়ের কাছে যেতে চাওয়া ভক্তকে ঠেলে মাটিতে ফেলল দেহরক্ষী, খিলাড়ি নিজে কী করলেন?
অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে ব্যস্ত সেলফির প্রচার নিয়ে। সম্প্রতি এক ইভেন্টে ভক্তকে জড়িয়ে ধরতে দেখা গেল তাঁকে, যিনি তাঁর সাথে দেখা করতেই ব্যারিকেড টপকেছিলেন। রবিবার অক্ষয় মুম্বইয়ের একটি অনুষ্ঠানে পৌঁছন এবং ব্যস্ত ছিলেন ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানাতে। অভিনেতা একটি কালো টি-শার্ট, ম্যাচিং প্যান্ট এবং জুতা পরেছিলেন। সঙ্গে ডার্ক রঙের একটা সানগ্লাস।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছ এক অনুরাগী অক্ষয়ের কাছে পৌঁছতে ব্যারিকেড লাফাতে। অভিনেতার নিরাপত্তা দল ততক্ষণাৎ সেই ব্যক্তিকে মাটিতে ঠেলে দেয় এবং দূরে থাকার ইঙ্গিত দেয়। অক্ষয় এরপর এগিয়ে যান গোটা বিষয় সামলাতে। নিজের নিরাপত্তারক্ষীদের থামতে বলেন।
এরপর, অক্ষয় ফ্যানটিকে কাছে টেনে নিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। অভিনেতা ছেলেটিকে এমন কিছু বলছিলেন, যা ভিডিয়ো ক্লিপে শোনা যায়নি। তবে মাথা নাড়তে দেখা যায়। অক্ষয় এরপর হাসতে হাসতে চলে যান। ভিডিয়োটির ক্যাপশনের লেখা হয়েছে, ‘আজ যখন @akshaykumar তার আসন্ন ছবি, #Selfie এর প্রচারের জন্য একটি ইভেন্টে যোগ দিচ্ছিলেন, তখন একজন ভক্ত অভিনেতার সঙ্গে দেখা করার জন্য ব্যারিকেড লাফ দিয়েছিলেন। দেখুন তিনি কী করলেন…’
সম্প্রতি সেলফির দুটি গান প্রকাশ পেয়েছে – ম্যায় খিলাড়ি এবং কুড়িয়ে নি তেরি। যা ভক্তদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। ছবিটি মালয়ালম চলচ্চিত্র ড্রাইভিং লাইসেন্সের একটি অফিসিয়াল হিন্দি রিমেক, যেখানে প্রধান ভূমিকায় পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারমুডু অভিনয় করেছিলেন। রাজ মেহতা পরিচালিত, সেলফিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুশরাত বারুচা এবং ডায়ানা পেন্টি। এটি ২৪ ফেব্রুয়ারি, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
গত বছরের মতো ২০২৩ সালেও অক্ষয়ের একাধিক ছবি আসার অপেক্ষায়। তালিকায় রয়েছে সেলফি, যা মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি। শ্যুট শেষ ওএমজি২-এর। এছাড়াও হাতে রয়েছে ক্যাপসুল গিল, বড়ে মিঞা ছোটে মিঞার কাজ। এখন দেখার আদৌ এগুলো বক্স অফিসে ছাপ ফেলতে পারে কি না! ২০২২-এর ফ্লপ তকমা গা থেকে মুছে ফেলতে কতটাই বা সক্ষম হন তিনি।
For all the latest entertainment News Click Here