অক্ষয়কে চ্যালেঞ্জ ডাই-হার্ট ফ্যান ইমরানের! ‘সেলফি’র বদলে নিলেন কোন পাঙ্গা?
অক্ষয় কুমারের আগামী ছবি সেলফির ট্রেলার মুক্তি পেল। রবিবার, ২২ জানুয়ারি স্টার স্টুডিওজের তরফে তাদের ইউটিউব চ্যানেল এই ট্রেলার পোস্ট করা হয়। এই তিন মিনিটের ভিডিয়োতে দেখা যায় অক্ষয় একজন প্রখ্যাত অভিনেতার চরিত্রে অভিনয় করবেন, আর ইমরান হাশমি হয়েছেন একজন পুলিশ অফিসার, যিনি কিনা আবার অক্ষয়ের চরম ভক্ত যাকে বলে! ইমরান তাঁকে জানান যে তিনি এবং তাঁর ছেলে তাঁদের পছন্দের এই হিরোর সঙ্গে একটি ছবি তুলতে চান। এই ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন নুসরাত ভারুচা।
ইমরান অক্ষয়ের এত বড় ভক্ত যে তিনি তাঁর স্ত্রীকে হুমকি পর্যন্ত দেন এই বিষয়ে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন স্ত্রীকে যে অক্ষয়কে নিয়ে কোনও খারাপ কথা বলা যাবে না। যদি তিনি এমন কিছু বলে তাহলে তিনি তাঁকে ডিভোর্স দিয়ে দেবেন।
কিন্তু এই মুগ্ধতা আচমকাই তিক্ততায় বদলে যায়। অক্ষয়ের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গোল বাঁধে। আর সেটার কারণেই তাঁরা একে অন্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। অক্ষয় জানান তিনি যেভাবেই হোক লাইসেন্স নিয়ে ছাড়বেন। অন্যদিকে ইমরান বলেন সেটার জন্য তাঁকে আর বাকি সাধারণ মানুষের মতোই সমস্ত নথি দেখাতে হবে।
ভিডিয়োর শেষে এই দুই অভিনেতাকে ম্যায় খিলাড়ি তু আনাড়ি গানটিতে নাচতে দেখা যায়। এই গানে তাঁদের দুজনের পরনে ছিল ডিস্কোর উজ্জ্বল পোশাক। এই গানে নুসরাত ভারুচা এবং ডায়না পেন্টিকেও দেখা যায়। ম্যায় খিলাড়ি তু আনাড়ি গানটি এই একই নামেরই সিনেমার যা ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় অক্ষয় এবং সইফ আলি খানকে দেখা গিয়েছিল।
এই ট্রেলার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে অক্ষয় লেখেন, ‘এই গল্পের ভিলেনকে জানি না, কিন্তু হিরো সেলফি। সেলফির ট্রেলার দেখে নিন। আগামী ২৪ ফেব্রুয়ারি এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।’
এই প্রথমবার বড়পর্দায় অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে জুটি বাঁধতে দেখা যাবে। এটি একটি মশলাদার, বিনোদনমূলক সিনেমা। রাজ মেহতা পরিচালিত এই ছবিটি আগামী মাসের ২৪ তারিখ মুক্তি পাবে। এটি আদতে মালায়লাম ছবি ড্রাইভিং লাইসেন্সের হিন্দি রিমেক। ছবিটির প্রযোজনা করেছেন হিরু যশ জোহর, সুপ্রিয়া মেনন, করণ জোহর, অপূর্ব মেহতা, লিস্টিন স্টিফেন, প্রমুখ।
এই ছবি ছাড়াও ইমরান হাশমিকে সলমন খানের টাইগার ৩ ছবিতে দেখা যেতে চলেছে। তাঁকে সেই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে। তবে এই ছবিটি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অন্যদিকে অক্ষয় কুমারকে ওহ মাই গড ২ ছবিতে দেখা যেতে চলেছে আগামীদিনে।
For all the latest entertainment News Click Here