অক্টোবরেই এমপি রাঘবের সঙ্গে বিয়ের পিঁড়িতে পরিণীতি? মুখ খুললেন কাকিমা মধু চোপড়া
আংটিবদল নাকি ইতিমধ্যেই সেরে ফেলেছেন রাঘব-পরিণীতি। অক্টোবরেই তাঁদের শুভ পরিণয়। প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পাঁচ বছরের মাথায় ফের বিয়ের তোড়জোর চলছে চোপড়া পরিবারে। প্রস্তুতি তুঙ্গে। বয়সে ছোট বিদেশি জামাই ঘরে এনেছে মেয়ে, আর ভাইঝি গলা দিতে চলেছে দেশের অন্যতম চর্চিত সাংসদের গলায়। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডার সঙ্গে পরিণীতির রসায়ন ঘিরে চর্চা তুঙ্গে মাস কয়েক ধরে। পরিণীতির দেখা মিললেই এখন পাপারাৎজিদের প্রশ্ন বিয়ে নিয়ে। নায়িকার মুখে যদিও কুলুপ।
এর মাঝেই পরিণীতির বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়লেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। মধু চোপড়ার সামনে এই নিয়ে প্রশ্ন করা হলে বিয়ের প্রসঙ্গ সাফ এড়িয়ে যান তিনি। বলেন, ‘আমাদের কাছে এমন কোনও খবর নেই। আমি জানতাম যদি এমনটা ঘটত। আমি সত্যিই জানি না যে অক্টোবরে ওরা বিয়ে করছে।’ এরপর পরিণীতির কাকিমা বলেন, ‘বিয়ের কথা পাকা হলে আমরা নিজেরাই সবাইকে জানিয়ে দেব’।
পরিণীতি খুবই ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা ও মধু চোপড়ার। বিয়ের তারিখ পাকা হলে মধু চোপড়া জানবেন না এমনটা সম্ভব নয়। যদিও অনেকের মতেই গোটা বিষয় ধামা চাপা দিতেই সত্য়িটা এড়িয়ে গেলেন প্রিয়াঙ্কার মা।
গত সোমবারই এয়ারপোর্ট লেন্সবন্দি হন পরিণীতি। কালো ঢোলা টপ আর সাদাকালো চেক প্যান্ট পরে উড়ান ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ‘ইশকজাদে’ নায়িকা। কয়েক জন সাংবাদিক ঘিরে ধরে বললেন, ‘পরী ম্যাম এবার তো বিয়ের তারিখটা বলে দাও, কনেযাত্রী যাব কিন্তু আমরা! শেরওয়ানি তৈরি করতে দিতে হবে’। একথা শুনে নায়িকার চোখে মুখে ছিল লজ্জামাখা হালি। খানিক বিব্রত হয়েই জবাব দিলেন, ‘তোমরা সবাই পাগল হয়ে গিয়েছ!’
বিয়ে প্রসঙ্গে সম্প্রতি পরিণীতি জানিয়েছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার জল্পনা বাস্তবের মধ্যে সূক্ষ্ম ফারাক রয়েছে। যদি কিছু ঘটে আমি নিশ্চয়ই স্পষ্ট করব। আর যদি কোনও ভুল ধারণা তৈরি হয়, তা হলেও আমি ভ্রম সংশোধন করাব। যদি তা না হয়, সেখানে কিছু স্পষ্ট করার তো কোনও মানেই হয় না। আর আমি তা করবও না।’
ইন্ডাস্ট্রিতে এক দশক কাটিয়ে ফেললেও ব্যক্তিগত জীবন নিয়ে খুবই চাপা। এর আগে পরিচালক মণীশ শর্মা এবং সহ-পরিচালক চরিত দেশাইয়ের সঙ্গে নাম জড়ালেও এইভাবে ফুলে ফেঁপে উঠেনি প্রেমের গুঞ্জন। সূত্রের খবর ব্যান্ড-বাজা-বারাতের প্রস্তুতি নাকি তুঙ্গে। বিয়ের পোশাক নিয়েও নাকি ভাবনা-চিন্তা শুরু করে ফেলেছেন নায়িকা। খবর, বিয়েতে মণীশ মালহোত্রার পোশাকে সাজবেন পরিণীতি। এখন দেখবার, রাঘব কবে তাঁর দুলহানিয়াকে নিয়ে যান দিল্লি!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here