অকালে থামছে শঙ্কর-ঐশানীর পথচলা? হরগৌরী পাইস হোটেল বন্ধের চর্চা নিয়ে জবাব রাহুলের
দু-মাসে শেষ হয়েছে ‘বালিঝড়’, পাঁচ মাসে বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’। আজকাল বাংলা সিরিয়ালের মেয়াদ খুববেশি দীর্ঘ হচ্ছে না, তা বলাই যায়। হাতেগোনা সিরিয়াল এখন এক বছর পূর্ণ করবার সৌভাগ্য লাভ করে। টেলিপাড়ায় বুধবার সকাল থেকেই হইচই। গুঞ্জন খুব শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে ‘হরগৌরী পাইস হোটেল’। এক সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হতেই চিন্তায় ঘুম উড়েছে শঙ্কর-ঐশানীর ভক্তদের!
এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের দুনিয়ায় প্রযোজনায় ফিরেছেন যিশু সেনগুপ্ত ও তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। শুরু থেকেই টিআরপি তালিকায় ভালো ফল করেছে এই মেগা। প্রথম থেকে স্লট লিডার। একাধিক প্রতিপক্ষকে তাড়ানোর ক্রেডিটও রয়েছে ঝুলিতে, তার পরেও হঠাৎ করে এ-দু’মাসের মধ্যেই সিরিয়াল বন্ধ হওয়ার গুঞ্জনে হয়রান সকলেই।
সত্যিই কি কপাল পুড়ল শঙ্কর-ঐশানীদের? এই ব্যাপারে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল গল্পের শঙ্কর মানে অভিনেতা রাহুল মজুমদারের সঙ্গে। প্রশ্ন শুনেই রাহুল বলেন, ‘আমি সত্যি জানি না এই ধরণের খবর ভ্যারিফাই না করে কীভাবে প্রকাশিত হল। সেটা নিয়ে বলাটা আমার সাজে না। তবে আমার তরফ থেকে যতটা ক্রসচেক করা যায় আমি করেছি। এই খবরটা পুরোটাই ফেক, মিথ্যা কথা। শেষ কথা তো টিআরপিই বলে। শুরু থেকেই আমরা স্লট লিড করে আসছি। হয়ত ভুল করে হরগৌরীর নাম লিখে দিয়েছে, আমি যা শুনেছি যিশুদাদের নতুন একটা মেগা আসছে তাই হয়তো লোকে ভাবছে হরগৌরী পাইস হোটেল বন্ধ হবে। বিশ্বাস করুন এমন কোনও সম্ভাবনার কথাও আমি শুনিনি, এটা ভুয়ো খবর’।
বুধবারই নতুন মাইলস্টোন ছুঁয়েছে স্টার জলসার এই মেগা সিরিয়াল। ২০০ এপিসোড পূর্ণ হল ‘হরগৌরী পাইস হোটেল’-এর। সব মিলিয়ে সেলিব্রেশনের মুডে গোটা টিম। রাহুল জানালেন, ‘আজ কেক কেটে আমরা সকলেই আনন্দে শামিল হয়েছি। আমাদের ইউনিটিটা এতটাই স্ট্রং যে যাদের আজ শ্যুটিং নেই সেই সমস্ত শিল্পীরাও সেটে হাজির হয়েছেন।’ সবশেষে ফ্যানেদের নিশ্চিন্ত থাকার বার্তা দিলেন রাহুল, জানালেন- ‘সকাল থেকে আমি এত ফ্যানেদের মেসেজ পাচ্ছি কী বলব! দর্শকরা আমাদের এতো ভালোবাসেন সেটা ভেবে ভালো লাগছে। ভগবানের আর্শীবাদ আর ফ্যানেদের ভালোবাসা সঙ্গে থাকলে আমাদের সিরিয়াল আরও ২-৩ বছর চলবে’।
আরও পড়ুন-শ্যুটিং শেষ ‘মেয়েবেলা’র! রূপা ছেড়ে যাওয়ার পর দেড় মাসও টিকলো না সিরিয়াল
তাই এই মুহূর্তে শঙ্কর-ঐশানীর ফ্যানেরা নিশ্চিন্তে থাকতে পারেন। ‘হরগৌরী পাইস হোটেল’-এর যাত্রা আপতত জারি থাকবে নির্বিঘ্নে। তবে শঙ্কর-ঐশানীর প্রতিপক্ষ ‘মুকুট’-এর যাত্রাপথ খুব শীঘ্রই শেষ হবে বলে টেলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে।
For all the latest entertainment News Click Here