অকালেই চলে গেলেন ‘ভালো মানুষ’ অভিষেক, মিঠুদাকে নিয়ে শোকপ্রকাশ তারকাদের
অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হন বুধবার ২৩ মার্চ রাতে। নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন তিনি। আচমকা মৃত্যুর এই খবর এখনও অবিশ্বাস্য ঠেকছে বিনোদন জগতের মানুষের কাছে। সকলেই যেন নিজের কান-চোখকে বিশ্বাস করতে পারছে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সিনেমা ও সিরিয়ালের দর্শকদের জন্য় এ এক বড় ক্ষতি। টুইট করেছেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীও। টুইটারে লিখেছেন, ‘আমরা আবার হারালাম একজন ভালো মানুষ ও ভালো অভিনেতাকে। তাঁর এই অকাল প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। যেখানেই থেকো ভালো থেকো মিঠুদা (অভিষেক চ্যাটার্জী)।’
অভিনেতা গৌরব রায় চৌধুরী লিখেছেন, ‘এটা আশা করিনি। আত্মার শান্তি কমনা করি।’ অভিষেককে নিয়ে পোস্ট করেছএন অভিনেতা অঙ্কুশ হাজরা। লিখেছেন, ‘তোমার মতো মানুষ খুব কম দেখেছি, তোমার মতো অভিনেতা খুব কম দেখেছি। কালিম্পংয়ে তোমার সাথে কাটানো সেই মজার মুহূর্ত আজও মনে আছে। খুব খুব মিস করব তোমায় অভিষেকদা। সেই আদরগুলো খুব মিস করব। যেখানেই থাকো, ভালো থাকো।’
অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘বলার কোনও ভাষা নেই। তোমার সাথে কাটানো সময়গুলো মনে থাকবে। শান্তিতে থেকো মিঠুদা। তোমার না থাকার খবর একটা বড় আঘাত। তোমার আত্মার শান্তি কমানা করি।’
For all the latest entertainment News Click Here