অকারণে PBKS-এর ইশান পোড়েলের মাকে অপমান করেন চিকিৎসক, প্রতিবাদে সরব বাংলার তারকা
চন্দন নগরে ইশান পোড়েলের মা ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেই সময়ে চিকিৎসকের কাছে ওষুধ সম্পর্কে জানতে চাইলে, তাঁর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। এমনকী ইশানের মাকে সেই সংশ্লিষ্ট চিকিৎসক বলেন, ‘আপনি আমাকে নয়, মানসিক ডাক্তার দেখান।’ পুরো বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ হন ইশান পোড়েল। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে, পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।
ইশান পোড়েল এই মুহূর্তে আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলার জন্য পরিবার ছেড়ে মুম্বইয়ে রয়েছেন। তবে সেখানে থেকেও চন্দননগরে তাঁর মায়ের সঙ্গে ঘটে যাওয়া অত্যন্ত খারাপ একটি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন ইশান। সেখানে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘অনলাইনে কখনও কোনও বিষয় নিয়ে এই ভাবে লিখিনি। আমার মা চন্দননগরে এক চিকিৎসকের কাছে যান। কিন্তু আমার মা কিছু ওষুধ সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে সেই চিকিৎসক হঠাৎ খুব খারাপ ব্যবহার শুরু করেন। তিনি বলেন, ‘আপনি আমাকে নয়, মানসিক ডাক্তার দেখান।’ এবং সেই সঙ্গে বলেন, ‘চিন্তা নেই, জীবনহানী হবে, এ রকম কোনও রোগ আপনার নেই।’
তাঁর মায়ের সঙ্গে চিকিৎসকের এই ধরনের ব্যবহার ভাল লাগেনি ঈশানের। তিনি লেখেন, ‘জানেন আমার সব থেকে খারাপ কী লেগেছে? এই চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীনতা। তিনি যেন এই ধরনের ব্যবহার করার অধিকারী। নিজের ক্ষমতার অপব্যবহার করে এক জন মানুষকে নিয়ে কৌতুক করছেন তিনি। আমার মাকে মানসিক ভাবে অসুস্থ বলে মুখ বন্ধ করার চেষ্টা করছেন তিনি। মানসিক অসুস্থতা যেন খুব সহজ জিনিস এবং সেটা যে কোনও পরিস্থিতিতে বলা যেতে পারে।’
ইশান আরও লিখেছেন, ‘আমার মায়ের সেই সময়ের অবস্থার কথা ভাবলেই রক্ত গরম হয়ে যাচ্ছে। এই রকম সম্মানিত পেশাকে এই ধরনের কয়েক জন অনৈতিক ব্যক্তি নীচে নামিয়ে দেন। চাইব কাউকে যেন এমন পরিস্থিতির শিকার না হতে হয়।’
এই সময়ে মায়ের পাশে নিজে থাকতে পারেননি বলে আফসোস রয়েছে। ইশান তাই লিখেছেন, ‘এটা সকলের সঙ্গে ভাগ না করে পারলাম না। সম্মান অর্জন করে নিতে হয়। ডিগ্রি দিয়ে সেটা পাওয়া যায় না। সামনের মানুষের প্রতি ব্যবহার দিয়ে সেটা অর্জন করা সম্ভব। ধন্যবাদ।’ পঞ্জাব কিংসের প্রথম ম্যাচ ২৭ মার্চ, মানে রবিবার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচে কি ইশানকে দেখতে পাওয়া যাবে? আশায় রয়েছে বাংলার ক্রিকেটপ্রেমীরা।
For all the latest Sports News Click Here