হরমন তো ব্যাটটাই ভুল হাতে ধরেছিল, রান আউট নিয়ে বিস্ফোরক প্রাক্তন অধিনায়ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র পাঁচ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। এই ম্যাচে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরের রান আউট হওয়ার পর ম্যাচের পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ম্যাচে ফিরতে পারেনি ভারত। হেরে বিদায় নিতে হয় ভারতীয় মেয়েদের।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ভারতীয় দলের ফিল্ডারদের দুর্বলতাকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া ১৭৩ রানের টার্গেট দেয় ভারতকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তারপর মাঠে নেমে জেমিমা রড্রিগেজ সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক হরমনপ্রীত। ৩৪ বলে ৫২ রান করেন তিনি। জেমিমা করেন ২৪ বলে ৪৩ রান। এক সময় জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩০ বলে ৩৯ রান। হাতে ৫ উইকেট। তবে পরিস্থিতি বদলে যায়, হরমনপ্রীতের রান আউটের পরে।
আরও পড়ুন… ICC ট্রফি জিতিনি তাই নাকি আমি ব্যর্থ ক্যাপ্টেন! ‘সাফল্যের’ ফিরিস্তি দিয়ে আক্ষেপ কোহলির
বিশ্বকাপেরর সেমিফাইনাল ম্যাচে হারার পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরা প্রশংসা করতে থাকেন ভারতীয় দল ও দলের ক্যাপ্টেনের। শুরুতেই হাতের বাইরে বেরিয়ে যাওয়া ম্যাচে ফিরে আসার লড়াই মুগ্ধ করেছে সকলকেই। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজি ভারতের এই ভাবে হেরে যাওয়াটা মোটেও মেনে নিতে পারছেন না। তিনি ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত, জেমিমার সমালোচনা করেন। হরমনপ্রীতের রান আউটের জন্য তাঁকেই দায়ী করেছেন প্রাক্তন অধিনায়ক। জেমিমা ও শেফালির শর্ট বাছাই-এর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে তাঁর মনে হয়েছে।
ডায়না এডুলজি বলেন, ‘হরমনপ্রীত ভাবছে ক্রিজে ঢোকার সময় ওর ব্যাট আটকে গিয়েছে কিন্তু দ্বিতীয় রানের সময় একটু খেয়াল করলেই দেখা যাবে ও অনেক ধীরে দৌড়াচ্ছিল। যখন ও জানে তাঁর উইকেট দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাহলে কেন ওই ভাবে দৌড়াচ্ছিল। জিততে হলে পেশাদার ক্রিকেট খেলতে হবে। দলের হয়ে দুই রান বাঁচানোর জন্য অস্ট্রেলিয়ার পেরির ড্রাইভটা দেখা উচিত। ওটাই পেশাদারিত্ব।’
আরও পড়ুন… কল করলে ধোনি ফোন ধরবে না, কিন্তু আমার কঠিন সময়ে যোগাযোগ করেছিল-কোহলি
ডায়না এডুলজি সুনীল গাভাসকরের বলা একটি কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘১৯৭০ সালে সুনীল গাভাসকর আমাদের বলেছিলেন যে প্রতিটি বল খেলার পর ব্যাটকে গ্রাউন্ডে রাখতে শিখতে হবে। তাহলেই তা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে।’ তিনি আরও বলেন, ‘হরমনপ্রীতের ব্যাট ভুল হাতে ছিল। যদি ও ডান হাতে ধরত তাহলে নিজেকে অনেকটা প্রসারিত করতে পারত এবং রানটি সম্পূর্ণ হত।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here