‘সবাই বলত কেউ জাদুটোনা করেছে’, লোকের বাড়ির সামনে এমন কী ফেলত কপিল? ফাঁস করল মা
‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়ে এসেছিলেন সম্প্রতি অক্ষয় কুমার। আর এই সময় মঞ্চে কিছু সময়ের জন্য আসেন কপিলের মাও। আর বলিউডের এই ‘কমেডি কিং’-এর ছোটবেলার দুষ্টুমির কথাও ফাঁস করেন।
কপিলের ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিয়োতে অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে কপিলের মা জনক রানিকে প্রশ্ন করতে, ‘কখনও বাড়িতে আসা অতিথিদের হাসাতে বলেছিলেন কপিলকে, যখন সে ছোট ছিল?’
তাতে কপিলের মা প্রথমে বলেন, সেরকম দুষ্টু ছিল না কপিল। অবশ্য অক্ষয় মানতে রাজিই নন যে কোনও ‘শয়তানিই’ করেনি কপিল। পরে তাঁর মা জানান, ছোটবেলা যেই কোয়ার্টারে থাকতেন তিনি, সেখানে রাতে প্রতিবেশীদের বাড়ির সামনে ‘পুড়িয়া’ রেখে আসতেন। আর সকালে উঠে সবাই বলাবলি করত, ‘কে মরে গেল, কে এসব জাদুটোনা করে গেল।’ আরও পড়ুন: ‘আমার বয়স ১২ নয়!’, মিকার সঙ্গে ‘বয়স-অনুপযুক্ত’ ভিডিয়ো, জবাব উড়ি-গার্ল রিভার
কপিলের মা আরও জানান, এসব শুনে মনে মনে তাঁর বেশ রাগই হত। কারণ তিনি তো জানতেন, এ কীর্তি তাঁর ছেলে কপিলেরই।
এখনেই শেষ নয়, কপিলের বাবাকে নিয়েও মস্করা করেন কপিলের মা। জানান, তাঁর স্বামী খুব সুদর্শন ছিলেন কিন্তু তিনি ছিলেন না। প্রথমবার কপিলের বাবার সঙ্গে সিনেমা ডেটে যাওয়া নিয়েও কথা বলেন। দুজনে ১৯৭৮-এর হিট মে তুলসি তেরে আঙ্গন কি দেখতে গিয়েছিলেন। আরও পড়ুন: দেবী চৌধুরানী শ্রাবন্তী, ভবানী পাঠক প্রসেনজিৎ! সিনেমায় থাকছেন ভিকি কৌশলের বাবাও
এরপর তিনি আরও বলে ওঠেন, ‘আমি খুব ভয় পেতাম। সবসময় রাতেই আমাকে বাইরে নিয়ে যেত। মনে হত ধাক্কা দিয়ে আমাকে মেরেই না ফেলে!’
প্রসঙ্গত, কপিল শর্মার বাবা ছিলেন পঞ্জাব পুলিশের হেড কনস্টেবল। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বাবার মৃত্যুর পর তাঁদের বেশ আর্থিক সমস্যাও দেখা দিয়েছিল। তাই খুব অল্প বয়সে কাজ শুরু করে দেন কপিল। অভিনয় বা স্ট্যান্ড আপ কমেডি-র থেকে গানের প্রতি ঝোঁক ছিল বেশি। অমৃতসর থেকে মুম্বই এসেছিলেনও গায়ক হওয়ার জন্যই।
কপিলের শো-তে নিয়মিতই আসেন তাঁর মা। ছেলে-মায়ের মিষ্টি সম্পর্কও একাধিকবার ধরা পড়ে ক্যামরায়। এবারেও যেমন মায়ের এই ভিডিয়োখানা শেয়ার করে অভিনেতা লিখলেন, ‘তোমার মা যখন তোমার ছোটবেলার সব গোপন কথা ফাঁস করে দেয়’।
For all the latest entertainment News Click Here