শতরূপ-পহেলির বিয়ের এক ডজন গপ্পো ধরা পড়ল এই ভিডিয়োয়,তারকার মেলা- কারা কারা এলেন?
চলতি মাসের গোড়াতেই সাত পাক ঘুরেছেন সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ। গত ৪ঠা দীর্ঘদিনের প্রেমিকা পহেলি সাহার সঙ্গে সই-সাবুদ করে বিয়ে করেছেন শতরূপ। ১৪ বছর পুরোনো সম্পর্ক পহেলি-শতরূপের। বন্ধুমহলে এই প্রেম সম্পর্কের কথা অজানা ছিল না। বিয়ের খবরটা অবশ্য হঠাৎ করেই সামনে এসেছিল। হাটে হাঁড়ি ভাঙেন শতরূপের কাছের বন্ধু, অভিনেত্রী উষসী চক্রবর্তী।
কোনওরকম ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, কেবলমাত্র রেজিস্ট্রি করেই বিয়ে সারেন দুজনে। বাইপাসের ধারে বিষ্ণু বিজলি গার্ডেনে বসেছিল বিয়ের আসর। সেই বিয়ের অন্দরের ঝলক এবার সামনে এল। নিজের ইউটিউব চ্যানেলে বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো শেয়ার করেছেন শতরূপ। আর এই ভিডিয়োয় শতরূপের বার্তা, ‘বন্ধুরা দীর্ঘজীবী হোক’। বিয়ের দিন সোনার গয়না আর মেরুন বেনারসিতে সেজে উঠেছিলেন পহেলি। শতরূপের পাঞ্জাবির রঙও ছিল মেরুন। বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট, একদিকে টলিউড তারকারা, অন্যদিকে রাজনৈতিক জগতের বিশিষ্টরা।
সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বসু, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা হাজির ছিলেন শতরূপের বিয়েতে। দেখা মিলল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর। টলিপাড়ার পরিচিত মুখ পহেলি, এক নামী প্রযোজনা সংস্থার জনসংযোগ আধিকারিক। প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরিচালক অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়রা পৌঁছেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। দেখা মিলল ‘মোহর’ জুটি সোনামণি সাহা এবং প্রতীক সেনের। একফ্রেমে ধরা দেননি দুজনে, তবে টলিপাড়ার এই চর্চিত প্রেমিক যুগল নজর কাড়লেন শতরূপ-পহেলির বিয়ের ভিডিয়োয়।
অভিনেত্রী উষসী চক্রবর্তী এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ‘বরের ঘরের মাসি, কনের ঘরের পিসি’ হয়ে। দেখা মিলল স্বাগতা মুখোপাধ্যায়, অভিনেতা-পরিচালক-কমেডিয়ান সৌরভ পালোধিরও।
আশুতোষ কলেজে পড়াশুনা চলাকালীন নাকি পহেলির সঙ্গে পরিচয়। তবে মন দেওয়া-নেওয়া নাকি রাজনীতি ময়দানেই দুজনের। বিয়ের পরদিনই রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে দেখা গিয়েছে শতরূপকে, পহেলিও ব্যস্ত নিজের কাজ নিয়ে। তবে এই তো সে শুরু, এখনও অনেকটা পথচলা বাকি দুই ‘কমরেড’-এর।
For all the latest entertainment News Click Here