রোহিত-বিরাট বিতর্ক নিয়ে যাঁরা কথা বলেন, তাঁরা জাহান্নমে যান- ক্ষোভ উগড়ালেন রবি
বিরাট কোহলি বনাম রোহিত শর্মা বিতর্কের বিরুদ্ধে যিনি বরাবর সরব ছিলেন, তিনি হলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি যখন টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্বে ছিলেন, তখন কোহলি এবং রোহিতের সমস্যা নিয়ে বিতর্ক চরমে পৌঁছে গিয়েছিল। তবে জানা গিয়েছিল, রবি শাস্ত্রীর হস্তক্ষেপে নাকি দুই তারকার মধ্যে ঝামেলাও মিটে গিয়েছিল।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ৭ বছর ধরে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকা পালন করেছিলেন। রবি শাস্ত্রী তাঁর মনের কথা প্রকাশ্যে বলার জন্য পরিচিত। তিনি সম্প্রতি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং ড্যাশিং ব্যাটসম্যান বিরাট কোহলি সম্পর্কে একটি বড় বক্তব্য রেখেছেন, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিরাট ও রোহিতের মধ্যে বিবাদের গুজবের উপযুক্ত জবাব দিয়েছেন রবি শাস্ত্রী।
আরও পড়ুন: ২০২৩ এশিয়া কাপ পাকিস্তান থেকে সরলে, খেলবেন না বাবররা, এমনই দাবি PCB প্রধানের
একাধিকবার বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে বিবাদের খবর পাওয়া গিয়েছে মিডিয়ার মাধ্যমে। এই বিষয়ে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী দাবি করেছেন যে, কোহলি এবং রোহিতের মধ্যে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র মিডিয়ার কারণেই এমন খবর তৈরি হয়। তিনি আরও বলেন, এ ধরনের কোনও খবরের জন্য তাঁর কাছে সময় নেই। প্রসঙ্গত, রবি শাস্ত্রী যখন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন, তখন দলের ব্যাটন ছিল বিরাট কোহলির হাতে।
আরও পড়ুন: পোলার্ডকে সান্ত্বনা পুরষ্কার দিল Mumbai Indians, বড় দায়িত্ব পেলেন রশিদও
কোহলি এবং রোহিতের মধ্যে বিবাদের খবর প্রসঙ্গে বিমল কুমারের ইউটিউব চ্যানেলে রবি শাস্ত্রী বলেন, ‘জাহান্নমে গেছে এই সব। এই সব নিছকই তোমাদের জন্য টাইম পাস। আমার কাছে এর জন্য সময় নেই। সব কিছু ঠিক আছে। ওদের মধ্যে ভালো টিউনিং আছে। সব কিছুই ফার্স্ট-ক্লাস। ওরা একটি শতাব্দীর অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং সকলে বাজে কথা বলছেন। এই জাতীয় বিষয়গুলি নিয়ে সময় নষ্ট করতে চাই না।’
কোহলির ফর্মে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের অপরাজিত ৮২ রানের ইনিংসকে সেরা বলে অভিহিত করেছেন। রবি শাস্ত্রী বলেছেন, ‘আমি মনে করি ওর ক্যারিয়ারে এটি ওর অন্যতম সেরা টি-টোয়েন্টি ইনিংস হবে। এতে কোনও সন্দেহ নেই, কারণ মঞ্চটা অনেক বড় ছিল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছিল। চাপের মধ্যে রান করা একটা বড় বিষয়।’
For all the latest Sports News Click Here