রাশফোর্ডের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
শুভব্রত মুখার্জি: নাটকীয়, শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর যে বিশেষণটাই ব্যবহার করুন না কেন, তাহলেও সম্ভবত প্রিমিয়র লিগের ম্যান ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচের শেষ মূহুর্তকে সঠিক ভাবে বর্ণনা করার ক্ষেত্রে কিছুটা খামতি থেকে যাবে। ম্যাচ শেষ হতে তখন বাকি মাত্র ৩০ সেকেন্ড বাকি। দুই দলের সমর্থকরা কার্যত ধরেই নিয়েছিলেন, ম্যাচে ড্র নিশ্চিত। তবে ফুটবল ঈশ্বর ম্যাচের ভাগ্যটা একটু অন্যরকম ভাবে লিখে রেখেছিলেন। ম্যাচ শেষের বাঁশি বাজার ৩০ সেকেন্ডের কম সময় বাকি থাকতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পয়েন্ট হারানোর শঙ্কাকে দূরে সরিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটায়। খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করলেন মার্কাস রাশফোর্ড। ইংলিশ ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবলের প্রথম চারে উঠে এল রাল্ফ রাংনিকের ছেলেরা।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়র লিগের ম্যাচটি ১-০ গোলে জিতলেও গোটা ম্যাচে এ দিন সে ভাবে বলার মতন কিছু করতে পারেনি ম্যান ইউনাইটেড। রাশফোর্ডের গোলের আগে ইউনাইটেড গোল করার খুব কাছাকাছি যেতে পেরেছিল মাত্র একবারই। গোটা ম্যাচেই সে ভাবে ছন্দে ছিলেন না তাদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
প্রথমার্ধে বল পজেশনে এগিয়ে থাকলেও, গোলের সুযোগ সে ভাবে তৈরি করতে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আসলে কোনও দলই কার্যত লক্ষ্যে শট মারতে পারেনি। বিরতিতে যাওয়ার সময়ে স্কোর ছিল ০-০। দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ পান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। ফ্রেডের শট দারুণ দক্ষতায় বাঁচান ওয়েস্ট হ্যামের কিপার। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে প্রায় গোল পাওয়ার মুখে চলে এসেছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু সে সুযোগ তারা নষ্ট করে। যার খেসারত ম্যাচ হেরে দিতে হল। এই জয়ের ফলে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে থাকল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
For all the latest Sports News Click Here