‘রানী রাসমণি’ শেষ হতেই ভোল বদলে ফেলল রোশনি, বিকিনিতে পুলে স্নান করছে ‘জগদম্বা’
গতমাসেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণি। সেখানে ‘জগদম্বা’র চরিত্রে অভিনয় করেছিলেন রোশনি ভট্টাচার্য। গতবছরই বিয়ে করেছেন রোশনি। আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ের সমস্ত আয়োজন শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁকে দেখা গেল পুলের জলে।
ধারাবাহিক শেষ হতেই ছাপোষা শাড়ি অতীত! এখন তিনি সুইমস্যুটে। একেবারে নতুন অবতারে ধরা দিলেন রোশনি। একেবারে তিনি রয়েছেন ছুটির মেজাজে। সুইমিং পুলে ডুব দিয়েছেন গরম তাড়াতে।
কেরালায় ছুটি কাটাতে গিয়েছেন। সেখানকারই ছবি এটি। পরে রয়েছেন গোলাপি রঙের বিকিনি। বিকিনির ফাঁক থেকে স্পষ্ট তাঁর বুকের খাঁজ, পেট। চোখের চাহুনিতেও উষ্ণ আবেদনের ছোঁয়া। এমনই বেশ কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশলে লিখেছেন, ‘হ্যাপি সানডে’।
প্রসঙ্গত, বিয়ের আগেই ধারাবাহিকের কাজ ছেড়েছিলেন রোশনি। দূর্গাপুজোর অষ্টমীর দিন আইনি মতে বিয়ে করেন বহুদিনের প্রেমিককে। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসী ও হালকা সোনার গয়নায় সেজেছিলেন রোশনি। চুল রেখেছিলেন খোলা। সঙ্গে মানানসই মেকআপ ও কপালে ছোট্ট লাল টিপ। পাশে স্বামী তূর্যর পরেছিলেন গাঢ় নীল রঙের পাঞ্জাবি।
কিন্তু আচমকা পিছিয়ে গেল আনুষ্ঠানিক বিয়ে। ফেব্রুয়ারি মাসে এক সাক্ষাত্কারে রোশনি জানিয়েছেন, ‘আচমকাই বিপত্তি। আইনি বিয়ে সারার পরেই আকস্মিক ভাবে চলে গেলেন শ্বশুরমশাই। ফলে, এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে আনুষ্ঠানিক বিয়ে।’
For all the latest entertainment News Click Here