রাজনীতি সামলাতে পারেনি- সুশান্তের মৃত্যুর জন্য কি ইন্ডাস্ট্রিকে দায়ী করলেন মনোজ
দেখতে দেখতে তিন বছর হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার। ২০২০ -এর জুন মাসে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। অভিনেতার এমন আকস্মিক মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। তবুও, এত কিছুর পরেও অভিনেতা তাঁর কাজ, তাঁর স্বভাবের জন্য অনেকের মনে আজও একই রকম ভাবে থেকে গিয়েছে। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তাঁকে নিয়ে মুখ খুললেন মনোজ বাজপেয়ী। ফ্যামিলি ম্যান এই প্রয়াত অভিনেতার বিষয়ে একাধিক কথা জানালেন একটি সাক্ষাৎকারে।
মনোজ জানালেন সুশান্তকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাঁর কেরিয়ারে। প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। স্টারডমের যে নেতিবাচক দিকগুলো আছে সব কিছুর মধ্যে দিয়েই সুশান্তকে যেতে হয়েছিল বলে জানান তিনি। যদিও এভাবে আকস্মিক তাঁর পথচলা, কাজ থেমে যাবে আশা করেননি তিনি বা কেউই।
আজতককে দেওয়া একটি সাক্ষাৎকারে মনোজ জানান, ‘আমাদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। ও আমায় খুব শ্রদ্ধা করত, ভালোবাসত। সোনচিড়িয়া সিনেমায় যখন কাজ করছিলাম আমরা তখন আমি হামেশাই মাটন রান্না করে নিয়ে যেতাম, আর ও আমাদের সঙ্গে বসেই খাবার খেত। আমরা কেউ বিশ্বাসই করতে পারিনি যে সুশান্ত এমন কোনও পদক্ষেপ নিতে পারে। তবে ও ওর জীবনে ঘটে চলা স্ট্রাগলের বিষয়ে আমাকে জানিয়েছিল।’
গুলমোহরের অভিনেতা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সবসময়ই রাজনীতি ছিল। কিন্তু সেটা আরও প্রকট আরও নিষ্ঠুর হয়ে যায় যখন আপনি সফলতার সিঁড়ি চড়তে শুরু করেন। আমার কখনও এসব নিয়ে সমস্যা হয়নি যদিও কারণ আমি অত্যন্ত মোটা চামড়ার এবং একগুঁয়ে। মনোজ বাজপেয়ী হতে চাইলে সেই পথে আপনাকে খুব একটা প্রতিযোগিতার মুখে পড়তে হবে না। কিন্তু আপনি যদি তারকা হতে চান তাহলে আপনাকে লবি এবং রাজনীতির শিকার হতেই হবে। ও প্রচণ্ড সেনসিটিভ ছিল। আর সেই কারণেই রাজনীতি বা লবিবাজি কোনটাকেই সামলাতে পারেনি। গোটা জিনিসটা ওকে মানসিক ভাবে আঘাত দিয়েছিল।’
এই সাক্ষাৎকারে মনোজ আরও একটি বিষয় জানান। তিনি বলেন তিনি এমন ধরনের চরিত্র করেন যা অনেকেই করতে চান না। অভিনেতার কথায়, ‘নওয়াজ এই ধরনের চরিত্র করতে পারে, ইরফান থাকলে করত। কিংবা কে কে মেনন করতে পারে। আমি যে ছবি করি সেগুলো ঠিক বাণিজ্যিক ছবি নয়। তাই অনেক সময় এগুলো মানুষের চোখ এড়িয়ে যায়। যদি আপনি সত্যি প্রতিভাবান অভিনেতা হন নিজের এনার্জি ক্ষয় করবেন না। থিয়েটার করুন। রাস্তায় দাঁড়িয়ে প্রয়োজনে পারফর্ম করুন।’
For all the latest entertainment News Click Here