‘রাঙা বউ’-এর সেটে নাকি রয়েছে ‘ভূতের উপদ্রব’! মুখ খুললেন ‘পাখি’ শ্রুতি দাস
টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে রাঙা বউ। গৌরব রায়চৌধুরী ও শ্রুতি দাসকে নিয়ে মাসখানেক আগে শুরু হওয়া এই ধারাবাহিক দর্শকমনে জায়গা করে জায়গা করে নিয়েছে বেশ ভালোভাবেই। আপাতত টানটান উত্তেজনা গল্পে। পাখি মানে শ্রুতির পিছনে হাত ধুয়ে পড়েছে বড় জা ইন্দ্রাণী। এদিকে পাখির বর কুশের স্মৃতিভ্রম তো আছেই। সব মিলিয়ে নাজেহাল অবস্থা একেবারে।
এসবের মাঝে আরেকটা খবরও সামনে আসছে আর তাল ভূত আছে রাঙা বউ-এর সেটে! সত্যিই কি তাই? সম্প্রতি এই নিয়ে আনন্দবাজার অনলাইনের সামনে মুখ খুললেন শ্রুতি।
অভিনেত্রী জানানলেন, ‘আগেও ত্রিনয়নীর সময় শুনতাম এখানে কিছু আছে। কিন্তু তখন ব্যাপারটা উপলব্ধি করিনি। তবে এবার বুঝতে পারলাম।’ কেমন সেই অভিজ্ঞতা তা বিশদে ব্যাখ্যা করে পাখি জানালেন, ‘শুনেছি, বহু বছর আগে এখানে একজন অল্পবয়সি মেয়ে মারা গিয়েছিল। আর সে মাঝেমাঝে জানান দেয় যে সে আছে! একদিন আমরা গল্প করছি, দেখলাম টেবিলে রাখা একটা জিনিস নিজের থেকেই সরে অন্য জায়গায় চলে গিয়েছে! তখন বুঝলাম কিছু সত্যিই রয়েছে।’ আরও পড়়ুন: স্বরার বিয়েতে নিমন্ত্রণ পেয়েও যেতে পারলেন না মমতা! লিখলেন চিঠি, জবাব নায়িকার
তবে ভূতের ব্যাপারে বিশদে তথ্য ভাগ করে নিতে রাজি হননি গৌরব। জানালেন, তিনি ভূত দেখেননি। তবে শুনেছেন যে ভূত আছে। আর এটাও জানেন যে সেটা ভালো ভূত। আরও পড়ুন: ওটিটি-তে আর চলবে না অশ্লীল ভাষার ব্যবহার! কড়া হুশিয়ারি মন্ত্রী অনুরাগ ঠাকুরের
চলতি সপ্তাহে ৬.৭ নম্বর পেয়ে টিআরপি তালিকায় পাঁচে আছে রাঙা বউ। ক্রেজি আইডিয়া প্রোডাকশনের তরফে স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় চলছে এই মেগা। ধারাবাহিকের ঘোষণা হওয়ার পর কম কটাক্ষ হয়নি শ্রুতিকে নিয়ে। স্বর্ণেন্দু আর শ্রুতির ব্যক্তিগত সম্পর্কের জেরেই তিনি এই কাজ পেয়েছেন বলে দাবি তুলতে থাকে একটা অংশ। এমনকী, ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে দেখানো হয় শ্রুতিকেই। যদিও এসব অনলাইন ট্রোলিংয়ে অভ্যস্ত অভিনেত্রী কেরিয়ারের শুরু থেকেই। বরং জানেন, কাজ দিয়েই মুখ বন্ধ করতে হয় ট্রোলারদের।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here