ম্যাচ ছেড়ে শাকিব-পত্নীর দিকে ‘নজর’, ‘ভাবির দিকে এরকমভাবে তাকিয়ে কেন?’উঠল প্রশ্ন
দীর্ঘদিন পরে মাঠে ফিরে দারুণ খেলেছেন শাকিব আল হাসান। তারইমধ্যে মাঠের বাইরে ঝড় তুললেন তাঁর স্ত্রী উম্মে শিশির। বিশেষত তাঁর দিকে এক কলকাতা নাইট রাইডার্স সমর্থক যেভাবে ‘তাকিয়ে আছেন’, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেল। কেউ কেউ বললেন, ‘ভাবির দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন?’ কেউ কেউ তো আবার বললেন, শাকিবকে এখনও চেনেন না।
রবিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআরের ম্যাচ দেখতে দুবাইয়ের মাঠে হাজির ছিলেন শিশির। যে ম্যাচে দীর্ঘদিন পর কেকেআরের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শাকিব। চার ওভারে ২০ রান দিয়ে এক উইকেট নেওয়ার পাশাপাশি দুর্দান্ত থ্রোয়ে রান-আউটও করেন। যা কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারইমধ্যে সোমবার কেকেআরের ফেসবুক অ্যাকাউন্টে শিশিরের একটি ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, নাইটদের জার্সি গায়ে ম্যাচ দেখছেন শিশির। হাততালি দিচ্ছেন।
নেহাত পারিবারিক সেই ছবি সম্পূর্ণ ভিন্ন কারণে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এক নেটিজেন শিশিরের পিছনে বসে থাকা তিনজনের ছবিতে গোল্লা করে পোস্ট করেন। সেই ছবিতে একজন লেখেন, ‘আমি এটাই কমেন্ট করতে আসছিলাম। তাকাইছে কেমনে (কীভাবে তাকিয়ে আছে)।’ বাংলাদেশের অপর এক নেটিজেন লেখেন, ‘পিছনের লোকগুলো খেলা দেখছে নাকি আমাদের ভাবিকে দেখবে?’ একইসুরে একজন লেখেন, ‘ভাবির দিকে এমন তাকাইসোস কে? (শিশিরের দিকে এরকমভাবে তাকাচ্ছে কে?)’
কয়েকজন তো আরও একধাপ ছাড়িয়ে লেখেন, ‘শাকিব ভাই দেখা করবে তোমার সঙ্গে।’ অপর একজন লেখেন, ‘শাকিব ভাইকে এখনও চিনো নাই বাছাধন (শাকিবভাইকে এখনও চেন না বাছাধন)।’
For all the latest Sports News Click Here