মুম্বই ইন্ডিয়ান্সে ১২ বছর পূর্ণ করলেন রোহিত শর্মা, অধিনায়ককে বিশেষ উপহার দিল MI
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দলগুলোর কথা বললে মুম্বই ইন্ডিয়ান্সের নাম শীর্ষে থাকবে। কারণ এই দলটি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। রোহিত শর্মার অধিনায়কত্বে এই পাঁচটি শিরোপা পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা অধিনায়ক হওয়ার আগে মুম্বই একটিও আইপিএল শিরোপা জেতেনি, কিন্তু অধিনায়ক থাকাকালীন রোহিত বিস্ময় প্রকাশ করেছিলেন। ৮ জানুয়ারী, ২০২৩-এ, রোহিত শর্মা এই ফ্র্যাঞ্চাইজির সাথে ১২ বছর পূর্ণ করলেন।
মুম্বই ইন্ডিয়ান্স হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত শর্মার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি। এর আগে রোহিত ডেকান চার্জার্সের হয়ে খেলতেন এবং এই দলের সঙ্গে তিনি ২০০৯ সালে আইপিএল শিরোপা জিতেছিলেন। ২০১১ সালে আইপিএল নিলামের পরে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকে রোহিত এই দলের সঙ্গে রয়েছেন। এখন অবস্থা এমন যে রোহিতকে ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সকে কল্পনাই করা যায় না।
আরও পড়ুন… ভিডিয়ো: লাল বলের রেকর্ড ভালো নয়, নেতৃত্ব কি ছাড়বেন? সাংবাদিকের প্রশ্নে চটলেন বাবর আজম
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিতের ১২ বছর পূর্ণ করার পরে, ফ্র্যাঞ্চাইজি নিজেদের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে একটি ভিডিয়ো দেওয়া হয়েছে। এই ভিডিয়োতে, ফ্র্যাঞ্চাইজি রোহিতের ১২ বছরের যাত্রা বর্ণনা করেছে। তাঁর প্রথম সেঞ্চুরি, তাঁর প্রথম শিরোপা, এ সবই এই ভিডিয়োতে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ২০১৩ সালে রোহিতের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি প্রথম শিরোপা জিতেছিল। এর পর দলটি ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে শিরোপা জিতেছিল।
এই অনুষ্ঠানে রোহিত শর্মা বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে মুম্বই ইন্ডিয়ান্সে আমার ১২ বছর পূর্ণ হয়ে গিয়েছে। এটি একটি খুব আকর্ষণীয় এবং আবেগপূর্ণ যাত্রা। আমরা অনেক অভিজ্ঞ, তরুণদের সঙ্গে অনেক কিছু অর্জন করেছি। মুম্বই ইন্ডিয়ান্স আমার পরিবার। আমি আমার অনুসারী, ভক্ত এবং ম্যানেজমেন্টকে তাদের ভালবাসার জন্য ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন… Hockey World Cup 2023: কবে কবে ভারতের খেলা, জানুন সব তথ্য
তবে মুম্বইয়ের শেষ মরশুমটা খুব খারাপ ছিল। গত বছর থেকে, আইপিএল ১০ টি দলের একটি লিগ ছিল এবং মুম্বই পয়েন্ট টেবিলের নীচে ছিল। এটি ছিল রোহিতের অধিনায়কত্বে দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এ বার আরও একবার দলকে শিরোপা এনে দেওয়ার চেষ্টা করবেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল-২০২৩-এর দল তৈরির কাজ সম্পন্ন করে দিয়েছে। ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটি টাকায় কিনেছেন মুম্বই। কাইরন পোলার্ডের বিকল্প হিসেবে দেখা হচ্ছে তাঁকে। আইপিএল থেকে অবসর নিয়েছেন পোলার্ড।
মুম্বইয়ের পর যদি কোনও দলের নাম আসে তা হল চেন্নাই সুপার কিংস। চারবার আইপিএল জিতেছে চেন্নাই। এই দুই দল প্রায়ই ফাইনালে মুখোমুখি হয়। ২০১৩ সালে, চেন্নাইকে হারিয়ে প্রথম আইপিএল জিতেছিল মুম্বই। ২০১৫ সালেও চেন্নাইকে হারিয়ে দ্বিতীয় আইপিএল জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
For all the latest Sports News Click Here