মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌরভ, বিস্ফোরক অভিযোগ বাংলাদেশের প্রাক্তন তারকার
আইপিএলে বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটাররা অংশগ্রহণ করে। তবে বর্তমানে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএল থেকে বঞ্চিত থাকলেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খুব কম সংখ্যক ক্রিকেটাররা আইপিএলে খেলছেন। অন্যান্য দেশের তুলনায় আইপিএলের জন্ম লগ্ন থেকে বাংলাদেশের খুব কম ক্রিকেটারকেই আইপিএলে দেখা গিয়েছে। তবে বর্তমানে দু’জন ক্রিকেটার ১৬তম আইপিএলে খেলছেন। কলকাতা নাইট রাইডার্সের শাকিব আল হাসান সুযোগ পেয়েও এই বছর আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। এই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেটার হিসাবে আইপিএলে প্রথম সুযোগ পাওয়া মহম্মদ আশরাফুল। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। অভিযোগ করেছেন সৌরভ তাঁকে কথা দিয়ে কথা রাখেনি।
আইপিএলে প্রথম বাংলাদেশের ক্রিকেটার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের সুযোগ পান মহম্মদ আশরাফুল। কিন্তু আইপিএলের সেই রকম ভাবে প্রভাব ফেলতে না পেরে হারিয়ে যান তিনি। বাংলাদেশের প্রাক্তন এই অধিনায়ককে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে নেওয়ার কথা ভাবেনি। তবে এবার এই প্রাক্তন ক্রিকেটার প্রাক্তন ভারত অধিনায়ক এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি জানান ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার আগে তিনি দ্রুততম অর্ধশতরান করেন। ফলে সেই সময় তাঁকে নিয়ে যথেষ্ট আলোচনা হয় চারিদিকে। তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় তাঁকে জানান, আশরাফুলকে নিজেদের দলে নিতে ৪-৫টি ফ্র্যাঞ্চাইজি একসঙ্গে ঝাপাবে।
তবে আশরাফুল তখন চেয়েছিলেন সৌরভের দল অর্থাৎ কলকাতার নাইট রাইডার্স তাঁকে যেন বলে নেয়। সে কথা তিনি সৌরভকে জানান। সৌরভ তাঁর অনুরোধ মেনে নিয়ে তাঁকে নিলামে কেনার আশ্বাস দেন। তবে কলকাতা নাইট রাইডার্স আশরাফুলকে কেনার জন্য আগ্রহ দেখায়নি। বাংলাদেশের প্রাক্তন এই অধিনায়ক বলেন, ‘২০০৭ সালে দ্রুততম হাফ সেঞ্চুরির ফলে আমি আশা করেছিলাম আমাকে আইপিএলে সুযোগ দেওয়া হবে। কিন্তু তা হয়নি।’ তবে এই বিষয়ে কলকাতা নাইট রাইডার্স এবং সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও পক্ষ থেকেই মুখ খোলা হয়নি।
এই বছর আইপিএল খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস। রহমান এই বছর প্রতি ম্যাচে সুযোগ পাচ্ছে না। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচে লিটন দাস খারাপ পারফরম্যান্স করার পর দল থেকে বাদ পড়েছেন। জানা গিয়েছে লিটন ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ক্যাচ এবং স্টাম্প আউট মিস করায় তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। অপর দিকে আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ চটে রয়েছেন। মশরাফি মোর্তাজা কিছুদিন আগে জানান, আইপিএলের প্রচারের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বাংলাদেশের ক্রিকেটারদের দলে নেয়। তাদের খেলানোর জন্য নেয় না। এই সব কিছুর মধ্যেই এবার মুখ খুললেন আশরাফুল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here