মাত্র ৪৫ বছর বয়সেই মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার
মাত্র ৪৫ বছর বয়সেই মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার মহম্মদ হুসেন। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনিজনীত অসুস্থতায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করাতে হতো তাঁকে। এছাড়া প্রাক্তন ক্রিকেটার ছিলেন ডায়াবেটিস রোগী। সোমবার লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন পাক তারকা।
১৯৯৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ২টি টেস্ট ও ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মহম্মদ হুসেন। ১৯৯৬ সালে ফয়জলাবাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। ১৯৯৮ সালে রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি।
হুসেনের ওয়ান ডে অভিষেক হয় ১৯৯৭ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ১৯৯৮ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। বাঁ-হাতি স্পিন বোলিংয়ে টেস্টে ৩টি ও ওয়ান ডে ক্রিকেটে ১৩টি উইকেট নিয়েছেন হুসেন। ওয়ান ডে ক্রিকেটে ১৫৪ রান করেছেন তিনি। ঢাকায় ভারতের বিরুদ্ধে ৩৩ রানে ৪ উইকেট ছিল হুসেনের আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।
ঘরোয়া ক্রিকেটে হুসেনের পারফর্ম্যামন্স ছিল দারুণ। তিনি ১৩১টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৯৯৬ রান ও ৪৫৪টি উইকেট সংগ্রহ করেছেন। ৯২টি লিস্ট-এ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৯০ রান ও ১৩০টি উইকেট। হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
For all the latest Sports News Click Here