ভূত চতুর্দশীর পোস্ট অপরাজিতার, ‘বাঙালি মেছো পেত্নী চাই’, দাবি নেটিজেনের
ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে নেটমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ভিডিয়োতে অপরাজিতাকে সম্পূর্ণ অন্য অবতারে দেখা গিয়েছে। খোলা চুল, গাউন পরে, মুখে চড়া ভুতুড়ে মেকআপ করে ধরা দিয়েছেন অভিনেত্রী।
এই ভিডিয়ো শেয়ার করে অপরাজিতা লেখেন, ‘সকলকে ভূত চতুর্দশীর কি বলবো শুভেচ্ছাই বলি….।’ অভিনেত্রী ভিডিয়ো শেয়ার করতেই মন্তব্য বাক্সে এক নেটিজেনের দাবি, ‘হবে না মানব না। আমাদের মেছো পেত্নীই চাই। এক হাত শাখা-পলা পরে, এক মাথা ঘোমটা দিয়ে তবেই না মেছো পেত্নী।’ অপর একজনের মন্তব্য, ‘আইসক্রিম খেয়ে নিয়ে কোন মাথায় গোঁজা… হে ঈশ্বর তুমি এনাকে ক্ষমা করো। ইনি জানেন না, উনি আইসক্রিমের সাথে কি নিষ্ঠুরতা করলেন।’
আরও পড়ুন: আকাশি লেহেঙ্গায় দীপাবলির শুভেচ্ছা মধুমিতার, বহু হৃদয়ের ধুকপুকানি বাড়ালেন নায়িকা
অপরাজিতার শেয়ার করা এই ভিডিয়ো হু হু করে ভাইরাল। তাঁর এই অদ্ভুত রিলস দেখে সোশ্যাল মিডিয়াতে হাসির রোল উঠেছে। অনেকেই বলছেন, লক্ষ্মী কাকিমা পাগল হয়ে গিয়েছে। আরও পড়ুন: ছেলে সমকামী হলে থাপ্পড় মারতেন! রাকুলের পুরনো মন্তব্য ঘিরে শোরগোল নেটদুনিয়ায়
অভিনেত্রীর কথায়, ‘ছোটো বেলায় কাকুদের নাটকে আমি সবসময়ই শ্যাওড়া গাছের পেত্নী সাজতাম। এতই রোগা ছিলাম গাছের যে কাঠামো তৈরি করা হতো সেটা বেয়ে উঠতে আমার কোনো অসুবিধা হতো না তাই ওই পাঠটা আমার ছিলো…. অনেকদিন ধরে খুব ইচ্ছে করছিলো শ্যাওড়া গাছের পেত্নী সাজতে আজ এই ভূত চতুর্দশীর সুযোগে সেজে ফেললাম।’
এই মুহূর্তে ছোট পর্দায় ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্য। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, দুর্দান্ত অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন।
For all the latest entertainment News Click Here