বৃদ্ধ হলে কেমন লাগবে শাহরুখ-রণবীরদের? শিল্পীর ভাবনায় AI-এ ধরা পড়ল কোন ছবি
ধীরে ধীরে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (AI) ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। অনেকেই এটিকে ব্যবহার করে নানা জিনিস তৈরি করছেন। তারপর সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যাচ্ছে। আসলে এই AI জনপ্রিয় হওয়ার কারণ আছে যথেষ্ট। এখানে অত খাটতে হয় না। শিল্পী বিশেষ না খেটেই নানা ধরনের ছবি তৈরি করতে পারেন এখানে। এমনকি ভবিষ্যদ্বাণী করতে পারেন।
এক শিল্পী সম্প্রতি এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে ভারতের বিখ্যাত তারকা, বলা ভালো বলিউড তারিকাদের বৃদ্ধ বয়সের ছবি প্রকাশ্যে এনেছেন। বাদ দেননি দক্ষিণী তারকাদেরও।
শিল্পী এসকে এমডি আবু সাহিদ এমন ১০ অভিনেতার বৃদ্ধ বয়সের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই ১০ পুরস্কার জয়ী অভিনেতা হলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), আমির খান (Aamir Khan), প্রভাস (Prabhas), শাহিদ কাপুর (Shahid Kapoor), আল্লু অর্জুন (Allu Arjun), অক্ষয় কুমার (Akshay Kumar), রণবীর কাপুর (Ranbir Kapoor), হৃতিক রোশন (Hrithik Roshan এবং মহেশ বাবু।
প্রতিটি ছবিতে সমস্ত অভিনেতাদের সাদা দাড়ি, পাকা চুল, ফোলা চোখ এবং ডার্ক সার্কেল দেখা গিয়েছে। তাঁদের সবার চামড়া পর্যন্ত কুঁচকে গিয়েছে এই ছবিগুলিতে। এমনকি প্রভাস ও সলমনের চোখে এই শিল্পী চশমা পর্যন্ত পরিয়ে দিয়েছে।
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে বানানো এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলে দিয়েছে। এই শিল্পী তাঁর শেয়ার করা পোস্টের ক্যাপশনে লেখেন ‘সমস্ত অভিনেতাদের বৃদ্ধ বয়সের ছবি আমার কল্পনায়।’ মাত্র কদিনেই তাঁর এই পোস্টে ৪৬ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে।
বহু কমেন্ট পড়েছে তাঁর এই ছবিতে। এক ব্যক্তি লেখেন, ‘কেবল সলমন, প্রভাস আর অক্ষয় কুমারকে চেনা যাচ্ছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘অক্ষয়কে বৃদ্ধাবস্থায় আরও ভালো দেখাচ্ছে।’ কারও মতে সঞ্জয় দত্তের মতো দেখতে লাগছে রণবীর কাপুরকে।
For all the latest entertainment News Click Here