বুমরাহর অভাব ঢাকার জন্য কোনও বিশেষ পরিকল্পনা নিইনি, অকপট ভুবি
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই নিশ্চিত করেছে। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে ভুবনেশ্বর কুমারের নির্ভুল বোলিংও দলকে দারুণভাবে উপকৃত করেছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর অনেক বিষয়ে কথা বলেছেন ভুবনেশ্বর কুমার। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতি এবং ডেথ ওভারে তাঁর পারফরম্যান্স সম্পর্কেও বড় কথা বলেছেন ভুবনেশ্বর কুমার।
ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি সোশ্যাল মিডিয়া থেকে একেবারেই দূরে চলে গিয়ে ছিলেন। এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর যে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তাতে ভুবনেশ্বরকে খুশি মনে হয়নি। ভুবি বলেন, ‘এত বছরের খেলার জীবনে একবারই বাজে ঘটনা ঘটেছে, সেটা খারাপ ছিল। সেটা ঘটেছে তো ঘটেছে। এখানেই সবটা শেষ করুন। মিডিয়া এবং ধারাভাষ্যকাররা অনেক কথা বলতে পারেন কিন্তু দল জানে যে আমাদের কতটা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়।’
আরও পড়ুন… বোলিংয়ে এখনও কিছুটা ত্রুটি রয়েছে- রোহিত শর্মাদের সতর্ক করলেন কপিল দেব
ভুবনেশ্বর কুমার আরও বলেছেন, ‘বিশ্বকাপের সময়, আমি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছি এবং সেই কারণেই আমি জানি না যে কী লেখা হচ্ছে। আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে সবকিছু জানেন।’ আপনাকে বলি যে ভুবনেশ্বর কুমার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। প্রথম দুই ওভারে মেডেন বোলিং করেছিলেন তিনি। একই সময়ে, পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২২ রানে একটি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন… কাগজ পড়ে জানলাম-সমবেতন নিয়ে জয় শাহদের বিশেষ বার্তা সৌরভের
ভুবনেশ্বর কুমার আরও বলেছেন যে জসপ্রীত বুমরাহের অনুপস্থিতি টিম ইন্ডিয়ার জন্য একটি বড় ধাক্কা তবে দল সেই কারণে আলাদা কিছু পরিকল্পনা নিয়েছে সেটাও নয়। ভারতীয় দলের বোলিং কৌশলে কোনও পরিবর্তন আসেনি। ভুবনেশ্বরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বুমরাহের অনুপস্থিতিতে বোলারদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে, তিনি বলেছিলেন, ‘বুমরাহর মতো বোলার থাকাটা অবশ্যই দলের জন্য একটা বড় ক্ষতি কিন্তু এমন নয় যে বুমরাহ না থাকলে আমাদের আরও কিছুটা বেশি দিতে হবে।’ যাইহোক, ভুবনেশ্বর কুমারের ভালো ফর্ম টিম ইন্ডিয়ার জন্য সুখবর। এখন ভুবির আসল পরীক্ষা হবে রবিবার পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দেখার সেই ম্যাচে ভুবি কী করেন?
For all the latest Sports News Click Here