বাইরে থেকে অনেক কিছু বলা যায়, টানা ২ ম্যাচে ফ্লপ, তারপরও গলার জোর কমল না রানার
প্রথম ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার। তাই ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জিততেই হত কলকাতা নাইট রাইডার্স কে। আরসিবির বিরুদ্ধে ম্যাচে একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শাহরুখ খানের দল। প্রথমে শ্রেয়স আইয়ার, এবর মনদীপ সিং। একাবেরই রান করতে পারেননি। তখন অনেকেই আশা করেছিলেন, অধিনাক নীতিশ রানার ব্যাটে ঘুরে দাঁড়াবে নাইটরা। কিন্তু তা হয়নি। ভুল শট নির্বাচন করে আউট হন তিনি। স্বাভাবিক ভাবেই নাইট অধিনায়কের এমন পারফরম্যান্সে অনেকেই হতাশ। সেই মুহূর্তে বেশ চাপে পড়ে যায় দল। এমন পারফরম্য়ান্সের পর সমালোচনা করেন অনেকে। ম্যাচ শেষে তাঁর বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব দেন নাইট অধিনায়ক। তিনি বলেন, ‘বাইরে থেকে বলা খুব সহজ।’
২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইট রাইডার্স। সেই সময় ব্যাট করতেন আসেন রানা। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি তিনি। ৫ বলে ১ রান করে ফিরে যান ড্রেসিংরুমে। এই ব্যাটার সুইপ খেলতে গিয়ে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। বল তাঁর গ্লাভসে লেগে উপরে উঠে যায়। তা ধরতে ভুল করেননি দীনেশ কার্তিক। সেই সময় কমেন্ট্রি বক্সে থাকা সুনীল গাভাসকর বলে ওঠেন, ‘এটা কেমন ধরনের শট কলকাতার অধিনায়কের। ও বলের কাছে ঠিকমত পৌঁছতেই পারেনি। আমি মনে করি অধিনায়ক হিসাবে এই শট না খেললেও হত।’
ম্যাচ জিতে উঠে নিজের বিরুদ্ধে ওঠা এই সমালোচনার কড়া জবাব দেন নাইট অধিনায়ক। তিনি বলেন, ‘যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক নয়। আমি এই ভাবেই ব্যাট করি। বাইরে থেকে এটা বলা খুব সহজ। যদি আমি বাইরে বসে থাকি এবং অন্য কারোর ম্যাচ দেখি সেই অবস্থায় অন্য কোনও ক্রিকেটার ভুল করলে খুব সহজেই সেই ভুলটা ধরা যায়। ওটা আমার মারা শট ছিল। আমি এই ভাবেই সব সময় খেলি।’
এখানে না থেমে তিনি আরও বলেন, ‘যদি আমরা রান তাড়া করতাম এবং সেই সময় এইভাবে আউট হতাম তাহলে বলা যেত আমি খারাপ শট নির্বাচন করেছি। কিন্তু সেই সময় আমি আক্রমণাত্মক হতে চেয়েছিলাম। আরসিবির বোলরকে চাপে রাখতে চেয়েছিলাম। যা আমাদের পরিকল্পনাতেই ছিল।’
নীতিশ আউট হওয়ার পর ৪৩ রানে ৩ উইকেটে চাপে পড়ে যায় কেকেআর। তারপর ব্যাটে নামেন শার্দুল ঠাকুর। খেলার পরিস্থিতি বদলে দেন তিনি। তিনি ২৯ বলে ৬৮ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন রিঙ্কু সিংহ। সেই সঙ্গে গুরবাজের ৫৭ রানের ইনিংস কলকাতাকে ২০৪ রানের বড় রানে করে পৌঁছে দেয়। অসাধারণ বোলিং করে ৮১ রানে ম্যাচ জিতে নেয় কলকাতা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here