বাংলাদেশে গিয়ে শাকিব হলেন হরমন? আউট হয়ে ভাঙলেন স্টাম্প, তর্ক আম্পায়ারের সঙ্গে
বাংলাদেশের মাটিতে দিয়ে যেন শাকিব আল হাসান হয়ে উঠলেন হরমনপ্রীত কৌর। অনফিল্ড আম্পায়ার আউট দেওয়ার পরে মেজাজ হারিয়ে ফেলেন ভারতীয় অধিনায়ক। রেগে গিয়ে ব্যাট দিয়ে ভেঙে দেন স্টাম্প। তারপর অনফিল্ড আম্পায়ারের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। হরমনের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে অনফিল্ড আম্পায়ারকে উত্তেজিতভাবে কিছু বলছেন। তারপর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের ‘থাম্বস আপ’ দেখান হরমন। যে ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিয়ো। নেটিজেনদের একাংশের ধারণা, হরমন সাধারণত মেজাজ হারিয়ে ফেলেন না। কিন্তু এবার মেজাজ হারিয়ে ফেলায় সম্ভবত তাঁকে জরিমানার মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: IND vs BAN: ODI-এ বাংলাদেশের মহিলা ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি! ফারজানার দৌলতে লড়াকু টার্গেটের মুখে ভারত
কখন ওই ঘটনা ঘটেছে? শনিবার ভারত-বাংলাদেশের তৃতীয় একদিনের ম্যাচের ৩৪ তম ওভারের চতুর্থ বলে সেই ঘটনা ঘটে। বাংলাদেশের ২২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের তিনটি উইকেট পড়ে যাওয়ার পর হারলিন দেওলের সঙ্গে জুটি বেঁধে খেলতে থাকেন হরমন। তারইমধ্যে ৩৩.৪ ওভারে নাহিদা আখতারের বলে সুইপ মারতে যান। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বুটের ঠিক কাছে বলটা পড়ে স্লিপের দিকে চলে যায়। স্লিপে বলটা তালুবন্দি হওয়ার মধ্যেই আউটের জন্য জোরালো আবেদন করেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার। যতটা না বেশি আপিল ছিল, তার থেকে বেশি সেলিব্রেশনের ভঙ্গিমায় ছিলেন নাহিদা। আপিল করতে-করতেই সেলিব্রেশনে মেতে ওঠেন। আউটও দিয়ে দেন অনফিল্ড আম্পায়ার।
আরও পড়ুন: Emerging Asia Cup 2023: চালাকিতে বাজিমাত, ব্যাটার শট নেওয়ার আগে ফিল্ড পজিশন বদলে ক্যাচ ধরলেন রিয়ান পরাগ- ভিডিয়ো
তারপরই তুমুল রেগে যান হরমন। রেগে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ারের দিকে উত্তেজিতভাবে কিছু বলতে-বলতে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যেতে থাকেন। ব্যাটের দিকে কিছু ইঙ্গিত করছিলেন। অনেকের ধারণা, হরমন বোঝাতে চাইছিলেন যে বলটা ব্যাটে লেগেছে। এলবিডব্লুউ হয়নি। তাতেও অবশ্য হরমনের আউট হওয়ার কথা। কারণ স্লিপে বলটা তালুবন্দি করে নেয় বাংলাদেশ। অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেওয়া হলেও তাঁকে ড্রেসিংরুমে ফিরতে হত। কারও কারও আবার ধারণা, সম্ভবত হরমন তখনও বুঝতে পারেননি যে ক্যাচটা স্লিপে নেওয়া হয়েছে। তাই অত রেগে যান। তাঁর মনে হয়েছিল যে অনফিল্ড আম্পায়ার এলবিডব্লুউ দিয়েছেন।
আর হরমনের সেই রুদ্রমূর্তি দেখে কারও কারও বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিবের স্মৃতি ফিরে আসছে। যিনি অতীতে একাধিকবার মাঠে মেজাজ হারিয়ে ফেলেছেন। ২০২১ সালে ঢাকা প্রিমিয়র লিগের ম্যাচের সময় আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সজোরে লাথি মেরে নন-স্ট্রাইকার্স এন্ডের দিকে স্টাম্প ভেঙে দিয়েছিলেন। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। পরে সেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন শাকিব।
For all the latest Sports News Click Here