বই নয়, চিন্ময় রায়কে দেখে টেনিদাকে চিনেছেন সায়ন্তন! গায়ে মাখছেন না সমালোচনা
সদ্যই মুক্তি পেয়েছে টেনিদা অ্যান্ড কোম্পানি। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবি দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। গত শুক্রবার, ১৯ মে মুক্তি পেয়েছে এই ছবি। অভিনয়ে আছেন কাঞ্চন মল্লিক, গৌরব চক্রবর্তী, সৌরভ সাহা, সব্যসাচী চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, প্রমুখ। এবার নিজের এই ছবির বিষয়ে নানা তথ্য জানালেন পরিচালক।
সায়ন্তন জানান তিনি টেনিদাকে চিনেছিলেন চিন্ময় রায়ের চারমূর্তি ছবির হাত ধরে। তারপর বই। ফলে টেনিদা বললেই তাঁর চিন্ময় রায়ের কথা মনে পড়ে বলেই জানান সায়ন্তন। পরবর্তীতে নিজে যখন টেনিদা বানাবেন বলে ঠিক করেন তখন তিনি এই চরিত্রে কাঞ্চন মল্লিক ছাড়া আর কাউকেই নাকি কল্পনা করতে পারেননি।
কিন্তু চিন্ময় রায়ের পর এই নতুন টেনিদাকে দর্শকরা কতটা আপন করল? এবিপি আনন্দকে নিজেই জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, ‘একাধিক শো হাউজফুল হয়েছে এই ছবির। অনেকেই প্রশংসা করেছেন। তাঁদের ভালো লেগেছে নতুন টেনিদাকে। ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি বলতে পারেন।’
কিন্তু কাঞ্চন মল্লিককেই কেন টেনিদা হিসেবে বেছে নিলেন পরিচালক? সায়ন্তনের কথায়, ‘টেনিদা বলতে আমার কাছে চিন্ময় রায়। নামটা শুনলেই আমার চোখে চিন্ময় রায়ের ছবি ভেসে ওঠে। আর আমি যখন এখন দাঁড়িয়ে এই ছবি বানালাম তখন কাঞ্চন মল্লিক ছাড়া আমার আর কারও কথা মনে পড়েনি। তবে এটা ঠিক যে আমি আমার ছবিতে প্রতিটা চরিত্রের বয়স অনেকটাই বাড়িয়েছি। ফলে সব দিক দেখতে গেলে কাঞ্চন দা আমার চোখে টেনিদা হিসেবে সেরা পছন্দ ছিল।’
কিন্তু আচমকা টেনিদা কেন? ফেলুদা, ব্যোমকেশের ভিড়ে আলাদা হওয়ার তাগিদ না অন্য কিছু? এই বিষয়ে টেনিদা অ্যান্ড কোম্পানির পরিচালক জানান, ‘আমি ভীষণ বই পড়তে ভালোবাসি। কিশোর সাহিত্য পড়ি খুব। ফলে এই কিশোর সাহিত্যকে পর্দায় তুলে আনা আমাদের দায়িত্ব বলে মনে করি। এই টেনিদা যদি সবার ভালো লাগে তাহলে আবার টেনিদাকে নিয়ে ছবি বানাব।’
সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে বিস্তর ট্রোলিং হয়েছে। সেটা কীভাবে হ্যান্ডেল করলেন পরিচালক? তিনি জানান, ‘আমি আমার কাজ করে যেতে চাই। এই যুগে ট্রোল হবেই। প্রথম প্রথম জিনিসটা ভাবাত, এখন আর নয়। এর আগে যখন ব্যোমকেশ করি তখনও কাস্টিং এর জন্য ট্রোলের মুখে পড়েছিলাম।’
টেনিদা অ্যান্ড কোম্পানিতে গৌরবের চরিত্রকে বিশেষ প্রাধান্য দেওয়া কারণ? উত্তরে সায়ন্তন বলেন, ‘ঝাউবাংলো রহস্য গল্পে ক্যাবলার চরিত্রের গুরুত্ব ছিল। এই ছবিতে সেটাকে একটু স্মার্ট করে দেখানো হয়েছে। এই গল্পের লিডার টেনিদা, ক্যাবলাকে হিরো বানাতে চাইনি।’
For all the latest entertainment News Click Here