পোর্সের দ্রুতগতির গাড়ি কিনলেন মাধুরী ও শ্রীরাম, দাম শুনলে চোখ কপালে উঠবে…
বাড়ির গ্যারেজে গাড়ির অভাব নেই, তবে ফের মাধুরী দীক্ষিত বাড়িতে এল নতুন অতিথি। দামি গাড়ি কিনলেন মাধুরী ও তাঁর স্বামী শ্রীরাম মাধব নেনে। জানা যাচ্ছে তাঁরা পোর্সে-র একটি দ্রুততম গাড়ি কিনেছেন। যেটি অতি সাম্প্রতিক কালের একটি মডেল। পোর্সের ২০২৩-এর ৯১১ টার্বো এস মডেলটি কিনেছেন মাধুরী ও তাঁর স্বামী। যার দাম প্রায় ৩.৮ কোটি টাকা বলে জানা যাচ্ছে। মধুরীর স্বামী ডক্টর শ্রীরাম মাধবন নেনেকে এই স্পোর্টস গাড়িটি চালিয়ে তাঁদের বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায়।
আরও পড়ুন-‘আমার বেড়ে ওঠার সময় বাড়িতে পর্যাপ্ত রান্না হত না, বাগানের ফল খেয়েছি, সঙ্গে মালির মার’, অকপট সলমন
আরও পড়ুন-প্রথমবার বিদেশ যাচ্ছি, বিমানে ফ্রিতে মদ পাওয়া যায় জেনে এত খেয়েছি যে একটা কাণ্ড ঘটিয়ে বসি: মনোজ বাজপেয়ী
শুধু তাই নয়, সিএস১২ ভ্লগসের শেয়ার করা ভিডিয়োতে ডক্টর নেনেকে একটি সিলভার মেটালিক পোর্সের সামনে হাঁটতেও দেখা যায়। এই গাড়িটির তিনটি বিভাগ রয়েছে। স্ট্যান্ডার্ড, মেটালিক এবং স্পেশাল, যা একাধিক রঙের হয়। এই বিভাগগুলির মধ্যে রয়েছে জেট ব্ল্যাক মেটালিক, জেন্টিয়ান ব্লু মেটালিক, ব্ল্যাক, অ্যাগেট গ্রে মেটালিক, অ্যাভেনচুরিন গ্রিন মেটালিক, গার্ডস রেড, হোয়াইট, রেসিং ইয়েলো এবং ক্যারারা হোয়াইট মেটালিক। একইভাবে, গাড়ির অভ্যন্তরীণ অংশগুলি একাধিক রঙের বিকল্পের হয়ে থাকে। যদি ডিজাইনের কথা বলা যায়, তাহলে গাড়িটি বিভিন্ন ডিজাইনের হয়। মাধুরী দীক্ষিতের পোর্সে এক্সটিরিয়ারগুলি স্ট্যান্ডার্ড ৯১১-এর তুলনায় এটিকে একটি আলাদা ব্যক্তিত্ব দেয়৷ গাড়িতে থাকা ডানাটি উচ্চ গতিতে গাড়িটিকে মাটিতে ধরে রাখার জন্য যথেষ্ট ডাউনফোর্স তৈরি করে। যেহেতু মাটি ধরে রাখার কথা বলা হয়েছে, গাড়িটি সামনের দিকে ২০-ইঞ্চি এবং পিছনের প্রান্তে ২১-ইঞ্চি চাকা ব্যবহার করে টারমাকের সঙ্গে সংযোগ স্থাপন করে।
জানা যাচ্ছে, মাধুরীর নতুন কেনা গাড়িটিতে রয়েছে ৩.৮-লিটার ৬-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এই সুপারকারটি জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি চমৎকার বিষয় হল এটি মাত্র ৩.৭ সেকেন্ডে ০-১০০কিলোমিটার যেতে সক্ষম এবং এটি ঘন্টায় ৩০৮ কিমি যেতে পারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here