নক্ষত্রখচিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! শহরে আজ অমিতাভ-শাহরুখ-অরিজিৎ
১৫ ডিসেম্বর, আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসবে চাঁদের হাট। কে থাকবেন না সেখানে? রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, আমলারা তো বটেই, সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, অরিজিৎ সিং, কুমার শানু, প্রমুখ থাকবেন। কিন্তু কেন? কেন আবার, আজ যে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
এমন নক্ষত্র সমাবেশ কলকাতা শেষ কবে দেখেছিল মনে করা দায়! নেতাজি ইনডোর স্টেডিয়ামে গেলেই চোখে পড়বে একদিকে অমিতাভ এবং শাহরুখের পোস্টার, অন্যদিকে সিভি আনন্দ বোসের পোস্টার। প্রধান অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকবেনই। এছাড়া বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকবেন বিগ বি। তাঁদের সঙ্গে থাকবেন বলিউডের মহেশ ভাট, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা। বাংলার গায়ক এবং গোটা ভারত তথা বিশ্বের হার্টথ্রব অরিজিৎ সিং এবং কুমার শানুও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
বৃহস্পতিবার বিকেল ৪টের থেকে অনুষ্ঠান শুরু হবে নেতাজি ইনডোরে। গত বছর কোনও চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়নি কলকাতায়। তার বদলে চলতি বছরের মে মাসে এই অনুষ্ঠান হয়। তার কয়েক মাস যেতে না যেতেই ফের চলচ্চিত্র উৎসবে সেজে উঠতে চলেছে কলকাতা। এক বছরে দুটো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শহরে, ভাবা যায়!
১৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে অমিতাভ বচ্চনের অভিমান ছবিটি। এছাড়া এবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে একটা বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে পরিচালক সুধীর মিশ্রকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। তিনি সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন।
গত দুই বছর বলিউডের কোনও অতিথিকে আমন্ত্রিত জানানো হয়নি। করোনার কারণে কোনও অতিথিকে নিয়ে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এবার সব বাঁধা কাটিয়ে ফের জমজমাট কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
For all the latest entertainment News Click Here