ধোনির হাতে পঞ্চম আইপিএল ট্রফি, মাথায় হাত পড়ল ভিকি কৌশলের, আর কার কী প্রতিক্রিয়া
রবিবারের ম্যাচ বৃষ্টির কারণে বানচাল হলেও, সোমবার বেশ ধুমধাম করেই শেষ হল আইপিএলের ফাইনাল। চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটানসের রুদ্ধশ্বাস ম্য়াচে টানটান উত্তেজনা ছিল একেবারে শেষ বল অবধি। বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত হলেও, শেষ হাসি হাসল চেন্নাই সুপার কিংস। ৫ উইকেটে জিতে নিল ধোনির দল। শেষ দুই বলে একটি ছক্কা ও একটি চার মেরে ধোনির স্টাইলে ম্যাচ শেষ করেন রবীন্দ্র জাদেজা।
আর এই দুধর্ষ ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা আসতে থাকে ধোনির টিমের জন্য। যার মধ্যে রয়েছেন তারকারাও। সারা আলি খান থেকে ভিকি কৌশল, রণবীর সিং-রা কী করলেন সিএসকে জয়ের পরে দেখে নিন এক ঝলকে-
রণবীর সিং তো প্রথম থেকেই ম্যাচ দেখছিলেন আর লাইভ টুইটও করছিলেন। ম্যাচ শেষে টুইটারে লিখলেন, ‘রবীন্দ্র সিংহ জাদেজা !!!!! ওহ মাই গডডডডডডডডডডডড #CSKvsGT #IPLOnStar @StarSportsIndia @imjadeja @ChennaiIPL কী দুর্দান্ত শেষ। কী চমৎকার ফাইনাল। # রবীন্দ্রজাদেজা #জাদেজা #জাড্ডু #IPL2023ফাইনাল @IPL #ChennaiSuperKings’
সারা আলি খান আর ভিকি কৌশল ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন সরাসরি স্টেডিয়ামে। তাঁদের পরের ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রোমোশনের পাশাপাশি এদিনের ম্যাচও চুটিয়ে উপভোগ করেন। শেষ বলে জাদেজার অনবদ্য চার মারতেই আত্মহারা হয়ে পড়েন ভিকি। একই হাল সারার নিজেরও। স্টেডিয়ামের মধ্যেই চিৎকার চলতে থাকে তাঁদের। সেই ভিডিয়ো শেয়ার করে ভিকি লিখলেন, ‘তোর বিনিময়ে মাহি যদি কেউ পুরো দুনিয়াটাও দেয়, ওরকম দুনিয়া কারই বা লাগবে… জয়ের জন্য শুভেচ্ছা মাহি। জাদ্দু তুমি রকস্টার। কী দারুণ ম্যাচ ছিল। গুজরাট টাইট্যান্স এ বছরের আইপিএলের অন্যতম সেরা দল।’
অভিষেক বচ্চন টুইট করলেন, ‘অভিনন্দন চেন্নাই। দুর্দান্ত ম্যাচ ছিল। গুজরাট টাইটান্সও ভালো খেলেছে। সমবেদনা রইল। কী একটি ফাইনাল!!!’
রীতেশ দেশমুখ লিখলেন, অভিনন্দন @চেন্নাইআইপিএল!!! সত্যিই একটি চ্যাম্পিয়ন ইনিংস – @gujarat_titans কি একটি দল!!!! … আমাদের ক্রিকেট ভক্তদের জন্য দারুণ একটি উপহার। সেরা ফাইনাল!!!!! #MSDhoni আপনি দ্য ম্যান…’
সোমবার ফাইনালে প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স তোলে ২১৪/৪। চেন্নাই ব্যাট করতে নামতেই আসে বৃষ্টি। ফের যখন খেলা শুরু হয় তখন লক্ষ্যমাত্রা ১৫ ওভারে ১৭১ রানের।
৫ উইকেটে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে হারিয়ে দেয় সিএসকে। আর ম্যাচের নায়ক নিসন্দেহে জাড্ডুই। ২ বলে ১০ রান বাকি। ওভারের পঞ্চম বলে মোহিত শর্মাকে ছক্কা মারেন তিনি। আর তারপর শেষ বলে মারেন চার।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here