‘দয়া করে প্রার্থনা করুন’, ঘোর সংকট সুদীপার জীবনে! কাছের মানুষ হৃদরোগে আক্রান্ত
আচমকাই ঘোর বিপদ ‘রান্নাঘরের রানি’ সুদীপার জীবনে। হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী-সঞ্চালিকার মা। ফেসবুকে নিজেই এই খারাপ খবর ভাগ করে নিয়েছেন সুদীপা। সঙ্গে তাঁর কাতর আর্জি, ‘সকলে একটু প্রার্থনা করুন’। মায়ের অসুস্থতার জেরে চিন্তাার ভাঁজ সুদীপার কপালে। সব কিছু ঠিকঠাক চলছিল, মার্দাস ডে উদযাপনের পরদিনই ঘটল অঘটন। সোমবার হার্ট অ্যাটাকের শিকার হন সুদীপার মা, দীপালি মুখোপাধ্যায়।
মঙ্গলবার সকাল সকাল ফেসবুকের দেওয়ালে অভিনেত্রী লেখেন, ‘গতকাল হৃদরোগে আক্রান্ত হয়েছেন আমার মা। দয়া করে সবাই প্রার্থনা করুন যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’ এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুদীপার মা। নিজেই গাড়ি চালিয়ে মা-কে হাসপাতালে নিয়ে যান সুদীপা, পরিস্থিতি বেগতিক দেখে অ্যাম্বুলেন্সের জন্যও অপেক্ষা করেননি।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘হঠাৎ দেখলাম মায়ের কথা জড়িয়ে যাচ্ছে, এক মিনিটও দেরি করিনি। অ্যাম্বুল্যান্স কিংবা কারও জন্য অপেক্ষা করলে খারাপ কিছু ঘটে যেতে পারত।’ আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপা জানান, এই মুহূর্তে আইসিইউ-তে ভর্তি রয়েছেন দীপালি দেবী। কিছুটা সময় না কাটলে এখনও কিছু বলা যাচ্ছে না। ডায়াবেটিসের সমস্যা রয়েছে মায়ের, রীতিমতো উদ্বিগ্ন সুদীপা। বললেন, ‘আমার সবটাই মাকে ঘিরে, কিছু ভালো লাগছে না’।
রবিবার মাতৃদিবসে মায়ের একগুচ্ছ ছবি পোস্ট করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুদীপা। লিখেছিলেন, ‘জীবনের প্রথম পাওয়া উপহার- ‘মা’। জীবনের প্রথম ডাক- ‘মা’। সব পথ যখন থমকে দাঁড়ায়,তখন দুহাত পেতে আগলে রাখে- ‘মা’। জীবনের সবচেয়ে সেরা আনন্দ- মার মুখে দেখতে পাওয়া হাসি। তাই,যদি একটা দিনে- তাঁকে একটু বিশেষ করে আদর-যত্ন করা যায়,তাতে ক্ষতি কি?’
সঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমার মা- আমার দেখা,পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারবো না কেউ। তাই,তোমাকে বারবার কুর্নিশ জানালেও- তা কমই হয়। বেঁচে থাকো মা’।
মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এমন আকাশ ভেঙে পড়বে মাথায়, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি সুদীপা। অভিনেত্রীর ফেসবুক পোস্টে তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন শুভাকাঙ্খী-বন্ধুরা। এই মুহূর্তে অ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন দীপালি মুখোপাধ্যায়। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভগবানের দয়ায় উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন’। অভিনেত্রী লাজবন্তী রায় মন্তব্য করেন, ‘মাসিমা জলদি সেরে উঠবেন’। অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘গেট ওয়েল সুন’।
For all the latest entertainment News Click Here