‘থ্রি ইডিয়টস’-এর চতুর রামালিঙ্গমকে মনে আছে? দেখুন, এখন তাঁর কী চেহারা হয়েছে!
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। এটি নানা কারণে হিন্দি ছবির ক্ষেত্রে একটি মাইল ফলকের মতো হয়ে গিয়েছে। আমির খান, মাধবন, শরমন যোশি,বোমান ইরানির অভিনীত চরিত্রগুলি ছাড়াও এই ছবির যে চরিত্রটি দর্শকের মনে ভালোভাবেই থেকে গিয়েছে, সেটি হল ‘দ্য সাইলেন্সর’ বা চতরুর রামালিঙ্গমের চরিত্রটি।
চতুরের ভূমিকায় ছবিতে অভিনয় করেছিলেন ওমি বৈদ্য। কলেজের অনুষ্ঠানে মঞ্চে চতুরের ভাষণ আজও দর্শকের মনে পড়লেই, তাঁরা হেসে ওঠেন। এহেন চতুর এখন কেমন আছেন? অর্থাৎ কেমন আছেন ওমি? ছবি মুক্তির পরে প্রায় ১৩ বছর কেটে গিয়েছে। এই সময়ে কতটা বদলেছে তাঁর চেহারা?
‘থ্রি ইডিয়টস’ মুক্তির পরে আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত ছবি পোস্ট করেন নিজের।
নিজের বর্তমান ছবি নিয়মিত পোস্ট করলেও, ওমি বলেন, তাঁর কাছে ‘থ্রি ইডিয়সট’-এর স্মৃতি সব সময়েই দামি। সেই কারণে নিয়মিত সে সব ছবি এখনও পোস্ট করে যান তিনি।
হালে এক সাক্ষাৎকারে ওমি জানিয়েছেন, বলিউডে কাজের চাপে অনেকেই এত ব্স্ত হয়ে পড়েন যে, জীবন থেকে আনন্দ হারিয়ে যায়। তিনি চাননি, তাঁর সঙ্গেও এমনই হোক। সেই কারণেই তিনি যেমন, তেমনই থাকতে চেয়েছেন।
তবে প্রচুর ছবিতে অভিনয় করে ফেললেও, আজও ওমি দর্শকের বেশি করে থেকে গিয়েছেন চতুর রামালিঙ্গম হিসাবেই। করোনাকালের গোড়াতেও সেই চতুর রূপেই বেশ কিছু ভিডিয়ো রেকর্ড করেছিলেন তিনি।
সব মিলিয়ে এখনও ওমি বৈদ্য অত্যন্ত হাসিখুশি মানুষ। যতই ১৩ বছর পেরিয়ে যাক না কেন, তিনি আজও দর্শকের কাছে দ্য সাইলেন্সর হিসাবেই পরিচিত।
For all the latest entertainment News Click Here