‘তোমাকে আমরা খুব মিস করছি,’ পন্তকে আবেগঘন বার্তা গাভাসকরের
দিল্লিতে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের থেকে অনেক দূরে রয়েছেন ঋষভ পন্ত। গত বছরের শেষের দিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে বর্ডার-গাভাসকর ট্রফির টেস্ট সিরিজ তো বটেই মনে করা হচ্ছে পুরোপুরি এই মরশুমের জন্য ভারতীয় জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সম্প্রতি ঋষভ ক্রাচ হাতে হাঁটার ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তা থেকেই বোঝা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ফিটনেস ফিরিয়ে আনার জন্য নামবেন তিনি। এমন অবস্থায় তাঁর প্রসঙ্গ ঘুরেফিরে এলো দ্বিতীয় ম্যাচ চলাকালীন।
দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার করা ২৬৩ রান তুলতে গিয়ে ১৪০ রানে অর্ধেক উইকেট হারিয়ে বসে ভারত। সেই অবস্থায় খুব চাপে পড়ে যায় রোহিত শর্মার দল। তখনই উঠে আসে ঋষভ পন্তের নাম। এইরকম অবস্থায় বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ঋষভ প্রতি-আক্রমণে উঠে আসতেন, সেই কথাই বারবার বলা হচ্ছিল ধারাভাষ্যকারদের তরফ থেকে। গত কয়েক বছর ধরে ঋষভ টেস্ট ফরম্যাটে ভারতের সবচেয়ে সফল ব্যাটারদের মধ্যে একজন। অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি।
ম্যাচের বিভিন্ন সময়ে ভারতের ব্যাটিং অবস্থা দেখে পন্তের নাম বারবার উচ্চারিত হতে থাকে। ধারাভাষ্য দিতে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বলেন, ‘অস্ট্রেলিয়ার বোলাররা ভাগ্যবান যে ঋষভ পন্ত এই ম্যাচে উপস্থিত নেই। পন্ত তুমি যদি আমার এই কথাটা শুনতে পাও তাহলে বলব, আমরা তোমাকে মিস করছি। শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরে আসো।’
ভারত চাপে পড়ে যাওয়ার পর রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পাটেলের জুটির উপর নির্ভর করে কিছুটা ঘুরে দাঁড়ায়। প্যাটেলের ৭৪ রানের ইনিংস ভারতকে অস্ট্রেলিয়ার করা ২৬৩ রানের কাছাকাছি পৌঁছাতে সাহায্য করে। অশ্বিন যোগ্য সঙ্গ দেন তাঁকে। অশ্বিন করেন মূল্যবান ৩৭ রান। ২৬২ রানে অলআউট হয়ে যায় ভারত।
দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অজিরা ১১৫ রান টার্গেট দেয় ভারতকে। চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সেই সঙ্গে সঙ্গেই সিরিজে ২-০ এগিয়ে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here