ডাহা ফেল কোহলি, ২ রানে ৪ উইকেট প্রদীপ্তর, ৫০ ওভারের ম্যাচ ৩৮ বলেই জিতে গেল বাংলা
মুম্বইয়ের কাছে একতরফা হার দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরুর পরের দিনই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলা। মিজোরামকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন অভিমন্যু ঈশ্বরনরা।
উল্লেখযোগ্য বিষয় হল, ৫০ ওভারের ম্যাচ জিততে বাংলা দরকার পড়ে মাত্র ৬.২ ওভার। অর্থাৎ, ৩৮ বলেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করেন মনোজ তিওয়ারিরা।
রাঁচিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মিজোরাম। তারা ২১.২ ওভারে মাত্র ৫৭ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ২১ রান করেন জোসেফ। এছাড়া ১৪ রান করেন অবিনাশ যাদব। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ব্যাট হাতে ডাহা ফেল ক্যাপ্টেন তরুবর কোহলি। তিনি ৪ রান করে মাঠ ছাড়েন। বাংলা ছেড়ে মিজোরামে যোগ দেওয়া শ্রীবৎস গোস্বামী নিজের পুরনো দলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৪ রানের বেশি সংগ্রহ করতে পারেননি।
আরও পড়ুন:- U19 World Cup 2024: ভারতে নয়, প্রতিবেশী দেশে আয়োজিত হবে পরবর্তী যুব বিশ্বকাপ
প্রদীপ্ত প্রামানিক ২.২ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ২ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। ৫ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন গীত পুরি। ৬ ওভারে ২টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন মুকেশ কুমার। ৫ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। ৩ ওভারে ১০ রান খরচ করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিনি কোনও উইকেট পাননি।
আরও পড়ুন:- T20 World Cup Final: পাকিস্তানের বোলিং ভারতের মতো ‘এলেবেলে’ নয়, ফাইনালের আগে সীমাহীন কটাক্ষ আখতারের
পালটা ব্যাট করতে নেমে বাংলা ৬.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ম্যাচ জিতে যায় বাংলা। ৪৩.৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে তারা।
৯ বলে ৪ রান করে রালতের বলে আউট হন সুদীপ ঘরামি। ১৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ঋত্বিক রায়চৌধুরী। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৪ বলে ২৫ রান করে নট-আউট থাকেন অগ্নিভ পান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
For all the latest Sports News Click Here