জন্মদিনে বড় ঘোষণা আমিরের, ‘লাল সিং চাড্ডা’র পরে যে ব্লকব্লাস্টার আনতে চলেছেন…
সোমবার ছিল আমির খানের ৫৭তম জন্মদিন। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির থ্রি ইডিয়েটস, পিকে, দঙ্গল, গজনি-র মতো ব্লকব্লাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। আর সোমবার জন্মদিনের দিন করে ফেললেন বড় ঘোষণা। এদিন মিডিয়ার সামনে কেক কাটার সময় দিলেন পরের ছবি নিয়ে বড় আপডেট। ‘লাল সিং চাড্ডা’র পর আসছে আবার এক বড় ধামাকা।
প্রতি জন্মদিনেই সাধারণত আমির নিজের পরের ছবির আভাস দিয়ে যান। ২০১৮ সালের স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পেওনেস’ (Campeones)-এর বলিউড ভার্সনে অভিনয় করতে চলেছেন আমির। একদল মানসিক ভারসাম্যহীন মানুষ কীভাবে মাস্কেটবল চাম্পিয়নশিপ জিতে নেয় এক নতুন কোচের অধীনে, তাই এই সিনেমার গল্প। তবে টুইস্ট হল এখানে নতুন কোচ একাধারে বদরাগি আর পাঁড় মাতাল। এই কোচের ভূমিকাতেই দেখা মিলবে আমির খানের। ছবিটির পরিচালনা করছেন আরএস প্রসন্ন।
জন্মদিনের সন্ধেয় মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলেই কেক কাটেন আমির। এদিন তাঁর দেখা মেলে সাদা টি শার্টের উপর বোতাম খোলা গোলাপি রঙের শার্ট ও ব্লু ওয়াশড ডেনিমে। ফের একবার নিজের চিরাচরিত চকোলেট বয় লুকে সামনে এলেন তিনি।
আমিরের আসন্ন সিনেমা ‘লাল সিং চড্ডা’ও হলিউডের ব্লকব্লাস্টার ছবি ‘ফরেস্ট গাম্প’র হিন্দি ভার্সন। বহুবার মুক্তির তারিখ পিছনোর পর শেষমেশ ১১ অগস্ট দিনটি ঠিক হয়েছে সিনেমার মুক্তির দিন হিসেবে।
For all the latest entertainment News Click Here