ছুটির শনিবার আসতেই আয় বাড়ল আদিপুরুষের, ‘হিন্দু ভাবাবেগে আঘাত’ কি তাহলে ভুল!
Adipurush box office day 9 collection: মুক্তির দিনে অর্থাৎ প্রথম শুক্রবারে আদিপুরুষ নিয়ে মাতামাতি ছিল দেখার মতো। সিনেমাটি বিশ্বব্যপী ১৪০ কোটি সংগ্রহ করেছিল প্রথম দিনেই। আর ভারতের বাজারে ছবির আয় ছ যা দেখে অনেকেই ভেবেছিল চলতি বছরে পাঠানের সব রেকর্ড ভেঙে দেবে ওম রাউতের এই সিনেমা। তবে কার্যত দেখা যায় দ্বিতীয় দিন থেকেই কমতে শুরু করে ব্যবসা। লোকমুখে ছবি নিয়ে খারাপ রিভিউ ছড়িয়ে পড়তেই হলে কমতে শুরু করে দর্শক সংখ্যা। আর দ্বিতীয় শুক্রবারে যেমন ছবি ভারতের বাজারে আয় করে মাত্র ৩ কোটি।
তবে দ্বিতীয় শনিবার এসে খানিক বূাড়ল ব্যবসার অঙ্ক। ছবি ঘরে তুলল আনুমানিক ৫.২৫ কোটি টাকা। যা মন্দ নয়। আর সেই অঙ্ক জুড়লে সব ভাষায় ভারতীয় বাজারে ছবির আয় গিয়ে দাঁড়াল ২৭০ কোটির কাছাকাছি। বিশ্বব্যপী আয়ের অঙ্ক মুক্তির দিনকয়েকের ভিতরেই ৪০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু লোকমুখে খারাপ রিভিউ, ছবি বয়কটের ডাক, সিনেমার নির্মাতাদের নিয়ে এফআইআরের খবর ছড়িয়ে পড়তেই আয় হয়ে যায় নিম্নমুখী।
এদিকে দেশজুড়ে চলছে প্রতিবাদ। যাতে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা।দিনকয়েক আগে মহাভারতের ‘ভীষ্ম’ তথা মুকেশ খান্না ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘ওদের মার্জনা করাই উচিত নয়। আমি আগেও আমার ইউটিউব চ্যানেলে বলেছি, ওদের ৫০ ডিগ্রিতে দাঁড় করিয়ে জ্যান্ত পোড়ানো উচিত।’
টিকিট বিক্রি কমতে নয়া পন্থাও নেয় নির্মাতারা। ঘোষণা করে দেওয়া হয় বৃহস্পতিবার এবং শুক্রবার এই ছবির টিকিট মাত্র ১৫০ টাকায় কিনতে পাওয়া যাবে। তবে তাতেও লাভের লাভ কিচ্ছু হয়নি।
বিতর্ক এড়াতে প্রচারের সময় কম সাবধানতা নেয়নি গোটা টিম। রাম-সীতা-হনুমান-লক্ষণ অর্থাৎ প্রভাস-কৃতি-সানি সিংরা যেখানেই পৌঁছেছিলেন সেখানেই ‘জয় শ্রী রাম’ দিয়ে নিজেদের বক্তব্য শুরু করছিলেন। আর রাবণ অর্থাৎ সইফ আলি খানকে তো দূরেই রাখা হয়েছিল প্রচারের থেকে। এমনকী প্রথম দিকে সিনেমা হলগুলিতে হনুমানের জন্য ফাঁকা রাখা হচ্ছিল একটি করে সিট।
তবে এত কিছু করেও শেষ রক্ষা হল না। জ্বলেগি তেরে বাপকি, বুয়া কা বাগিচা-র মতো ডায়লগ যে রামায়ণ-এর থেকে নির্মিত আদিপুরুষে থাকতে পারে, ভারতের মানুষ তা স্বপ্নেও ভাবেননি। হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে। দিল্লি, এলাহাবাদ, কলাকাতা-সহ বেশ কিছু হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ছবির পরিচালক ওম রাউত, প্রযোজত ভূষণ কুমার ও লেখক মনোজ মুনতাসিরের নামে মামলা নথিভুক্ত করার দাবি জানিয়ে চিঠি গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। এমনকী, ছবিতে সীতাকে ভারত-কন্যা দাবি করার ছবি ব্যান করেছেন সে দেশে নেপাল সরকার।
For all the latest entertainment News Click Here