‘ছত্রপতি শিবাজি মহারাজ’ হয়ে সামনে এলেন অক্ষয়, প্রথমবার মরাঠি ছবিতে খিলাড়ি কুমার
তিন দশক পর নতুন শুরু করছেন অক্ষয় কুমার। প্রথমবার মরাঠি ছবির পর্দায় দেখা যাবে খিলাড়ি কুমারকে। তাও আবার ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায়। অভিনেতার ডেবিউ মরাঠি ছবি ‘বেদত মরাঠে বীর দৌড়লে সাত’- (Vedat Marathe Veer Daudle Saat) এর ঝলক সামনে এল মঙ্গলবার। এদিনই মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু করেছেন অভিনেতা। ছবিতে মরাঠি বীর ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। পরিচালনায় মহেশ মাঞ্জরেকর। এদিন ইস্টাগ্রামে ছত্রপতির লুকে ধরা দিলেন অক্ষয়। এই ভিডিয়োয় উঠে এল শিবাজির রাজ দরবার। রাজকীয় বেশে হেঁটে ক্যামেরার দিকে এগিয়ে আসতে দেখা গেল শিবাজি রূপী অক্ষয়কে। ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লেখেন- ‘জয় ভবানী, জয় শিবাজি’।
এদিন সকালে আরও একটি ইনস্টাগ্রাম পোস্টে ছবির শ্যুটিং শুরুর খবর জানিয়ে অভিনেতা একটি ছবি পোস্ট করেন। সেখানে শিবাজির ছবির সামনে জোর হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল অক্ষয়কে। সঙ্গে লেখা- ‘আজ মরাঠি ছবি বেদত মরাঠে বীর দৌড়লে সাত-এর শ্যুটিং শুরু করছি। এই ছবিতে আমি ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে রয়েছি, যা আমার পরম সৌভাগ্য। আমি ওঁনার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এবং মা জিজাউয়ের আর্শীবাদ নিয়ে চেষ্টা করব এই চরিত্রটাকে সফলভাবে ফুটিয়ে তুলতে। আর্শীবাদ দেবেন’।
গত মাসেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সেরেছিলেন অভিনেতা। পাশাপাশি জানিয়েছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় তাঁর কাছে স্বপ্নপূরণের সমান। অক্ষয় সেইসময় জানান, ‘বহু দিনের স্বপ্ন শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করার। অবশেষে সেই সুযোগ এল। শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করাটা শুধু একটি চরিত্রে অভিনয় নয়, এটি অত্যন্ত বড় দায়িত্বেরও বিষয়। তাই প্রথম যখন প্রস্তাবটা এল, তখন কিছুটা উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছিলাম। আদৌ পাড়ব কি না, এই কাজটি করতে। তবে তার পরে মনে হয়েছে, এটি আমার স্বপ্ন ছিল।’
এই প্রথম কোনও ইতিহাস-নির্ভর চরিত্রে অভিনয় করছেন না অক্ষয়। চলতি বছরেই মুক্তি পেয়েছিল অক্ষয়ের ‘সম্রাট পৃথ্বীরাজ’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। সব মিলিয়ে এই বছরটা একেবারেই ভালো যায়নি অক্ষয়ের। ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর পাশাপাশি ‘রক্ষা-বন্ধন’ এবং ‘রাম সেতু’রও ভরাডুবি হয়েছে বক্স অফিসে। ওটিটি-তে ‘কাটপুতলি’ও তেমন সাড়া ফেলেনি। শিবাজির সঙ্গে মরাঠিদের আবেগ জড়িয়ে, তাই অক্ষয়ের জন্য বড় চ্যালেঞ্জ হবে এই ছবি।
অক্ষয় ছাড়াও এই ছবিতে থাকছেন জয় দুধানে, উৎকর্ষা সিন্ধে, বিশাল নিকাম, বিরাট মেদকে, হার্দিক জোশি, সত্যা, নবাব খান-সহ মরাঠি ইন্ডাস্ট্রি বহু তারকা। আগামী বছর দিওয়ালিতে বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি। হিন্দির পাশাপাশি মরাঠি এবং তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘বেদত মরাঠে বীর দৌড়লে সাত’।
For all the latest entertainment News Click Here