গোবিন্দাকে দেখে অভিনয়ে আসা, বিরাট মঞ্চে স্বীকারোক্তি পাকিস্তানি অভিনেতা ফাহাদের
গোবিন্দাই অনুপ্রেরণা। গোবিন্দাকে দেখে অভিনয় আসার সিদ্ধান্ত নেন, সম্প্রতি এক অনুষ্ঠানে একথা খোলসা করেন পাকিস্তানি অভিনেতা ফাহাদ মুস্তাফা। দুবাইয়ে ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট-এ ফাহাদ মঞ্চ থেকে নেমে এসে গোবিন্দার পা ছুঁয়ে আশীর্বাদ নেন। অভিনেতাকে আলিঙ্গন এবং হ্যান্ডশেক করে স্বাগত জানান গোবিন্দা।
মঞ্চে উঠে পাকিস্তানি অভিনেতা ফাহাদ বলেছেন, ‘গোবিন্দা স্যারের কারণেই আমার অভিনয়ে আসা। স্যার, আমি আপনার ভক্ত। আর পাকিস্তানে আমি সব সময়ই ভাবতাম, যেটুকু অভিনয় করব আপনার মতো করব। এরপর রণবীর এলো..।’
আরও পড়েছে: স্মৃতিগুলিই থাক, ‘ছোট্ট বুনু’ ঐন্দ্রিলাকে নিয়ে আবেগঘন পোস্ট দিদি ঐশ্বর্যর
অভিনেতা আরও বলেছেন, ‘আমি আপনার বিরাট বড় ভক্ত ছিলাম আছি এবং থাকব স্যার। দারুণ লাগছে এটা ভেবে সেই স্টেজে আমি দাঁড়িয়ে আছি যেখানে একটু আগে আপনি দাঁড়িয়ে ছিলেন। একবার গোবিন্দা স্যারের জন্য প্রচুর হাততালি হয়ে যাক, কারণ তিনি অনবদ্য। আশা করি পাকিস্তান ও ভারত আবারও একসঙ্গে ভালো কাজ করবে।’
ফাহাদ অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গেও হাত মেলান, আলিঙ্গন করেন একে অপরকে। দুজনের মধ্যে কথোপকথনও হয়। গোবিন্দা একটি কালো এবং সোনালি পোশাক পরেছিলেন, রণবীর একটি লাল স্যুট বেছে নিয়েছিলেন। এদিন কালো স্যুটে দেখা মেলে ফাহাদের।
অনুষ্ঠানে অতিথিদের তালিকায় ছিলেন হেমা মালিনী, অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, জাহ্নবী কাপুর, শেহনাজ গিল, ভূমি পেদনেকর, সানি লিওন, মানুষি চিল্লার, বাণী কাপুর, মনীশ পল, রাখি সাওয়ান্ত, তামান্না ভাটিয়া, ভারতী সিং, কানিকা ভাটিয়া প্রমুখ।
For all the latest entertainment News Click Here