খেলা ছেড়েই কাউন্টি দলের কোচ হয়ে গেলেন KKR-এর প্রাক্তন তারকা
গত টি-২০ বিশ্বকাপের পর খেলোয়াড় জীবনে দাঁড়ি টেনে দেন রায়ান টেন দুশখাতে। নেদারল্যান্ডসের তারকা অল-রাউন্ডার যদিও ক্রিকেট থেকে দূরে থাকতে রাজি নন কোনওভাবেই। একদা কেকেআরের হয়ে আইপিএল খেলা ডাচ তারকা অবসর নেওয়ার পর নেদারল্যান্ডস দলের মেন্টর হিসবে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছিলেন ওয়ান ডে সিরিজের জন্য। তবে ওমিক্রন আতঙ্কে সিরিজ মাঝপথেই পরিত্যক্ত হয়।
এবার আর মেন্টন নন, বরং সরাসরি কোচিং কেরিয়ার শুরু করতে চলেছেন প্রাক্তন নাইট তারকা। কেন্টের নতুন ব্যাটিং কোচ নিযুক্ত হলেন ডাচ তারকা, যাঁর কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা বিপুল। কেন্ট মাইকেল ইয়ার্ডির স্থলাভিষিক্ত হলেন দুশখাতে। ইয়ার্ডি ২ বছর কেন্টের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করার পর সাসেক্সে ফিরে যান তাদের অ্যাকাডেমি ডিরেক্টরের পদে যোগ দেওয়ার জন্য।
দুশখাতে কাউন্টি দল এসেক্সের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে ৫৫৪টি ম্যাচে মাঠে নেমেছেন। ১৭০৪৬ রান সংগ্রহ করা ছাড়াও তিনি বল হাতে ৩৪৮টি উইকেটও নিয়েছেন। নেদারল্যান্ডসের হয়ে মোট ৩৩টি ওয়ান ডে ও ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন দুশখাতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭.০০ গড়ে ১৫৪১ রান সংগ্রহ করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৫৫টি। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৪১.০০ গড়ে ৫৩৩ রান সংগ্রহ করেছেন ৪১ বছর বয়সী অল-রাউন্ডার। উইকেট নিয়েছেন ১৩টি।
উল্লেখ্য, আইপিএলের ৫টি মরশুমে দুশখাতে মোট ২৯টি ম্যাচে মাঠে নেমেছেন। তিনি ২৩.২৮ গড়ে ৩২৬ রান সংগ্রহ করেছেন। উইকেট নিয়েছেন ২টি।
For all the latest Sports News Click Here