ক্রিপ্টোর থেকেও দ্রুত পতন হচ্ছে- রোহিতের দলকে নিয়ে সেহওয়াগের কটাক্ষ
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পরে,ভক্তরা আশা করেছিল যে দলটি আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেবে। তবে এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার জন্য বিশেষ কিছু দেখা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে পরপর তিনটি ওয়ানডেতে হেরেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দল ১-০ ব্যবধানে হেরেছে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজও হেরেছে টিম ইন্ডিয়া।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার বাজে ব্যাটিং এবং দুর্বল বোলিংই পরাজয়ের প্রধান কারণ। দ্বিতীয় ওয়ানডেতে ভারতের পরাজয়ের পর রোহিত শর্মার দলকে কটাক্ষ করলেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি টুইট করেছেন এবং লিখেছেন,‘আমাদের পারফরম্যান্স ক্রিপ্টোর থেকে দ্রুত পতন হচ্ছে। আমাদের নিজেদের নাড়া দিতে হবে এবং জেগে উঠতে হবে।’
আরও পড়ুন… আহত আঙুল নিয়ে লড়াই, রোহিতের লড়াইকে কুর্নিশ সূর্যকুমারের
একই সঙ্গে ভারতের প্রাক্তন কোচ বেঙ্কটেশ প্রসাদও টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের সমালোচনা করেছেন। বেঙ্কটেশ বলেছেন যে টিম ম্যানেজমেন্টকে এখন কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার। বেঙ্কটেশ বলেছেন,‘ভারত বিশ্বজুড়ে অনেক ক্ষেত্রেই উদ্ভাবন করছে,কিন্তু সীমিত ওভারের ক্রিকেট খেলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক দশকের পুরনো। ২০১৫ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ার পর,ইংল্যান্ড কঠিন সিদ্ধান্ত নেয় এবং একটি শক্তিশালী দল হয়ে ওঠে। ভারতকেও এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’
আরও পড়ুন… ক্যাচ ধরতে গিয়ে ভাঙল ক্রিকেটারের চারটে দাঁত! লঙ্কা প্রিমিয়ার লিগে বড় দুর্ঘটনা
বেঙ্কটেশ প্রসাদ আরও লিখেছেন,‘এছাড়াও দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন আনা দরকার। আইপিএল শুরু হওয়ার পর থেকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারিনি। গত পাঁচ বছরে ওয়ানডেতে দুর্বল দ্বিপাক্ষিক জয়ের পাশাপাশি আমরা খারাপ করছিলাম। আমরা দীর্ঘদিন ধরে আমাদের ভুল থেকে শিক্ষা নিইনি এবং সীমিত ওভারের ক্রিকেটে উত্তেজনাপূর্ণ দল হওয়া থেকে অনেক দূরে। এখন পরিবর্তনের প্রয়োজন।’
সাত বছর পর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। শেষবার এটি ঘটেছিল ২০১৫ সালে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে টানা দুই ওয়ানডে সিরিজ হারার পর প্রশ্ন উঠছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়ে। বিরাট কোহলি,কেএল রাহুল এবং শিখর ধাওয়ান সহ সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থ। শনিবার চট্টগ্রামে দুই দলের মধ্যে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ম্যাচের কথা বলতে গেলে,দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে পাঁচ রানে হারিয়েছে বাংলাদেশ। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ। ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া মাহমুদউল্লাহ ৭৭ রান করেন। জবাবে ভারতীয় দল ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৬৬ রান তুলতে পারে। শ্রেয়স আইয়ার ৮২ ও অক্ষর প্যাটেল ৫৬ রান করেন। এছাড়া অধিনায়ক রোহিত অপরাজিত ৫১ রান করেন।
For all the latest Sports News Click Here