কে হ্যাটট্রিক করবে বা করবে না,সেটা ম্যাচেই দেখা যাবে-ক্লেটনকে চ্য়ালেঞ্জ প্রীতমের
শেষ দশ ম্যাচে ১৭টি গোল খেয়েছে জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান। মাত্র তিনটে ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছে। এর থেকেই বাগান ডিফেন্সের হাল অনুমান করতে কারও সমস্যা হবে না। এই বছরও বাগান রক্ষণের দশা তথৈবচ। ফ্লোরেন্তিন পোগবাও ভরসা জোগাতে পারেননি। ব্রেন্ডন হ্যামিলের পারফরম্যান্সও আহামরি নয়। স্বাভাবিক ভাবেই বাগানের এই ফাঁকটা কিন্তু ডার্বির আগে কোচকে বেশ চিন্তায় রাখবে।
এটিকে মোহনবাগান রক্ষণের মূল স্তম্ভ প্রীতম কোটাল। তাঁর নেতৃত্বে ডার্বি জয়ের সুনামও রয়েছে। রক্ষণে কী সমস্যা হচ্ছে বলে মনে করেন এই পোড়খাওয়া ডিফেন্ডার? প্রীতম বলেন, ‘রক্ষণে অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। তবে এই বছর আমাদের রক্ষণে অনেক বদল হয়েছে। অনেক নতুন ফুটবলার এসেছে। আমাদের গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। সেটার জন্য আমরা পরিশ্রম করছি। কোচ যেমন বলেন, জিতলেও দল হিসেবে জিতি, হারলেও গোটা দলের হার হয়। আশা করছি ভবিষ্যতে আমরা আরও উন্নত পারফরম্যান্স দিতে পারব।’ ইস্টবেঙ্গলকে রোখার বিষয়ে কতটা আশাবাদী এটিকে বাংলার তারকা ডিফেন্ডার? প্রীতম বলেন, ‘শুধু ইস্টবেঙ্গল নয়, মুম্বই, কেরালার বিরুদ্ধেও সমান মনোভাব নিয়েই মাঠে নামি। সব দলের বিরুদ্ধেই একই লক্ষ্য থাকে।’
আরও পড়ুন: EB-কে বিশেষ গুরুত্ব নয়,ATK MB-র তারকাকে মাথায় তুলছেন না,টিম গেমই লক্ষ্য ফেরান্দোর
ক্লেইটন সিলভার থেকে আবার হ্যাটট্রিক প্রত্যাশা করছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। এই প্রশ্নে নিজের আবেগ ধরে রাখতে না পেরে প্রীতম বলেই ফেললেন, ‘কে হ্যাটট্রিক করবে বা করবে না, সেটা ম্যাচেই বোঝা যাবে। তা ছাড়া ওকে আটকানোর দায়িত্ব শুধু আমার একার নয়, পুরো দলের। আমরা টিম হিসেবেই খেলব। আশা করছি ইস্টবেঙ্গলও দল হিসেবেই খেলবে, শুধু সিলভা নয়। ও ভালো প্লেয়ার, ওর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মাঠে দেখা যাবে।’
আরও পড়ুন: ১ পয়েন্টের জন্য কেউ ডার্বি খেলে না, আমাদের হোমওয়ার্ক সারা- হুঙ্কার EB কোচের
জাতীয় দলে কনস্ট্যানটাইনের কোচিংয়ে খেলেছেন প্রীতম। ব্রিটিশ কোচের মনোভাব জানেন। কিন্তু এই বিষয়ে এদিন বেশি কথা খরচ করতে চাননি। তিনি বলেন, ‘আমি ওঁর কোচিংয়ে খেলেছি। ওঁর মনোভাব খুব ভালো জানি। ঠিক তেমনই উনিও আমাকে চেনেন।’ বড় ম্যাচে এটিকে মোহনবাগানকেই ফেভারিট ধরা হচ্ছে। কিন্তু তাতে সায় নেই অধিনায়কের। পাল্টা প্রীতম বলেন, ‘ডার্বি সব সময়েই ৫০-৫০। ফেভারিট বলে কিছু হয় না। অতীত রেজাল্টের কোনও দাম নেই। আমাদের ৬-৭ ডার্বি জয়ের পরিসংখ্যানের কোনও মূল্য নেই। কাল মাঠে যাদের সাহস বেশি থাকবে, স্নায়ু ধরে রাখতে পারবে, তাঁরাই জিতবে।’
For all the latest Sports News Click Here