‘কিয়ারার সঙ্গে বিয়েটা কবে?’ প্রশ্ন শুনে লজ্জায় লাল ‘মজনু’ সিদ্ধার্থ, বললেন…
বলিউড থেকে টলিউড—সর্বত্রই বিয়ের মরসুম। আথিয়া আর কেএল রাহুলের বিয়ের ঘোর এখনও কাটেনি। এবার আলোচনায় সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে! ‘শেরশাহ’ জুটির বিয়ের চর্চায় গত কয়েকমাস ধরেই তোলপাড় বি-টাউন। জানা গিয়েছে আগামী ৬ই ফেব্রুয়ারি নাকি সাত পাক ঘুরবেন সিদ্ধার্থ-কিয়ারা। হাতে আর মাত্র ৮ দিন, কিন্তু এখনও এই নিয়ে ‘স্পিকটি নট’ তারকা জুটি। তবে বিয়ের প্রশ্ন পিছু ছাড়ছে না দুজনের।
শুক্রবার রাতে সিদ্ধার্থ পৌঁছেছিলেন ‘মিশন মজনু’র সাক্সেস পার্টিতে। সেখানেও নায়ককে পেয়েই ছেঁকে ধরেন পাপারাৎজিরা। এদিন ‘মজনু’ সিদ্ধার্থের দেখা মিলল কালো রঙা ভি-নেক সোয়েট শার্ট আর কার্গো প্যান্টে। সঙ্গে মেটালিক স্নিকার্স আর স্টাইলিশ হাতঘড়ি। ক্যামেরার সামনে জমিয়ে পোজও দিলেন নিজের ছবির সাফল্যের উদযাপনে। তবে কিছু সময় যেতে না যেতেই বাউন্সার এল সংবাদকর্মীদের তরফে। সটান প্রশ্ন, ‘কিয়ারার সঙ্গে বিয়েটা কবে?’ প্রশ্ন শুনেই লজ্জায় লাল সিদ্ধার্থ। তিনি উত্তর দিলেন না, তবে পাপারাৎজিদের একজনই চিৎকার করে বলে ‘আরে ৬ই ফেব্রুয়ারি বিয়ে তো’। এই কথা শুনেই চটজলদি সিদ্ধার্থ বলে উঠেন, ‘মিশন মজনু’। এরপর ‘থাম্পস আপ’ দেখিয়ে চটজলদি ভিতরে প্রবেশ করেন।
ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৩-এর ৬ই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা। সোনার কেল্লার শহর জয়সলমীরে বসবে বিয়ের আসর, জানাচ্ছে ই-টাইমসের সূত্র। একদম পঞ্জাবি রীতি-নীতি মেনে হবে বিয়ের অনুষ্ঠান। এই দিন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সাজবেন বর-কনে। একদম ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হবে সিড-কিয়ারা। চলতি বছরে ‘কফি উইথ করণ’-এর সেটে নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়ে দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। ‘কফি উইথ করণ’-এর মঞ্চে কিয়ারাকে ভালোবাসার কথা ঘুরিয়ে স্বীকার করে নেন সিদ্ধার্থ, কিয়ারাও ইনিয়ে বিনিয়ে মেনে নেন সিদ্ধার্থকেই ডেট করছেন তিনি।
জানা যায়, ‘লাস্ট স্টোরিস’ (২০১৮) ব়্যাপ আপ পার্টিতে শুরু এই প্রেমের গল্প। দুজনের মাখামাখো রসায়ন তারপর বি-টাউনের চর্চার বিষয় হয়ে ওঠে। চলতি বছরের গোড়ার দিকে দুজনের ব্রেক-আপের গুঞ্জনও শোনা গিয়েছিল, তবে নিন্দকদের মুখে ছাই দিয়ে ফের একসঙ্গে ধরা দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি।
কাজের ক্ষেত্রে, সিদ্ধার্থ আপতত ব্যস্ত রোহিত শেট্টির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নিয়ে, আমাজন প্রাইম ভিডিয়োয় দেখা যাবে রোহিতের কপ ইউনিভার্সের প্রথম সিরিজ। এছাড়াও ‘মিশন মজনু’ তারকার হাতে রয়েছে ‘যোদ্ধা’র মতো প্রোজেক্ট।
For all the latest entertainment News Click Here