‘ওর মাথার উপরে আরও একটা মাথা আছে’, মাত্র ১ রান করা ব্যাটসম্যানকেও কৃতিত্ব কোহলির
মেলবোর্নের মহারণে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন অনেকেই। অর্শদীপ সিং বাবর ও রিজওয়ানের উইকেট-সহ মোট ৩টি উইকেট সংগ্রহ করেন। হার্দিক পান্ডিয়া ৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ রানের মূল্যবান যোগদান রাখেন। তবে টিম ইন্ডিয়ার জয়ের পিছনে বিরাট কোহলির ভূমিকা যে সব থেকে বেশি, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। বিরাটের ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসটিই দু’দলের মধ্যে তফাৎ গড়ে দেয়।
সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন কোহলি। তবে ম্যাচের শেষ কোহলি সতীর্থদের কৃতিত্ব ভাগ করে দিতে গিয়ে এমন একজনকে কুর্নিশ জানান, ব্যাট হাতে যাঁর সংগ্রহ মাত্র ১ রান। কোহলি স্বীকার করে নেন যে, অশ্বিনের মতো ক্রিকেটমস্তিষ্ক খুব বেশি ক্রিকেটারের নেই।
আসলে দীনেশ কার্তিক আউট হওয়ার পরে অশ্বিন যখন ব্যাট করতে নামেন, তখন ভারতের দরকার ছিল ১ বলে ২ রান। এমন অবস্থায় শেষ বলে বড় শট নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকবেন সব ব্যাটসম্যানই। ম্যাচের উত্তেজনায় অশ্বিন সজোরে ব্যাট চালাতে পারেন বুঝেই কোহলি তাঁকে পরামর্শ দিয়েছিলেন কভারের উপর দিয়ে শট খেলার।
আরও পড়ুন:- IND vs PAK: অবিশ্বাস্য ম্যাচ! কিং কোহলির ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের
তবে অশ্বিন যে ঠাণ্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করবেন, সেটা অনুমান করতে পারেননি কোহলি নিজেও। নওয়াজ অশ্বিনের পা লক্ষ্য করে বল করলে অশ্বিন স্টাম্পের দিকে সরে গিয়ে বল ছেড়ে দেন। ফলে বলটি লেগ-সাইডে ওয়াইড হয়ে যায় এবং স্কোর লেভেল হয়ে যায়। শেষ বলে সামনের দিকে শট খেলে ভারতের জয় নিশ্চিত করেন অশ্বিন।
আরও পড়ুন:- Virat Kohli gets emotional: চোখে জল বিরাটের, আবেগের বিস্ফোরণ মেলবোর্নে, এই কোহলিকে কখনও দেখেনি বিশ্ব
রবিচন্দ্রনের ব্যাটের হাত ভালো, সেটা কারও অজানা নয়। তবে এমন হাই-ভোল্টেজ ম্যাচে মাথা খাটিয়ে যেভাবে পরিস্থিতি আরও সহজ করে নেন অশ্বিন, সেটাই অবাক করে সকলকে। ম্যাচের শেষে স্টার স্পোর্টসের আলোচনায় কোহলি বলেন, ‘ওভার প্রতি ১৫-১৬ রান দরকার, এমন অবস্থা থেকে যদি ম্যাচে ২ বলে ২ রান বাকি থাকে, তখন সবাই ধরে নেয় অনায়াসে ম্যাচ জেতা যাবে। তবে সেটা সবসময় নাও হতে পারে। ম্যাচ যতক্ষণ না শেষ হচ্ছে, নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আমি অশ্বিনকে ব্যাট করতে আসার সময় বলি যে, কভারের উপর দিয়ে শট খেললে কাজ হতে পারে। তবে ও মাথার উপরে আরও একটা মাথা ব্যবহার করে। যেভাবে ওরকম চাপের মুখে ওয়াইড বল আদায় করে নেয় ও, সেটা সবার পক্ষে সম্ভব নয়। স্কোর লেভেল হতেই বুঝে যাই যে, গ্যাপে বল পড়লেই জিতে যাব।’
For all the latest Sports News Click Here