এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেই গরম গরম কথা স্টিমাচের
ভারতীয় ফুটবল নিয়ে নিজের রাগ উগড়ে দিলেন সুনীল ছেত্রীদের হেডস্যার ইগর স্টিমাচ। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে হারানোর পর প্রবল আত্মবিশ্বাস ছিল ভারতীয় দল। এরপরে আফগানিস্তান ও পরে হংকংকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারতীয় দল। এমন অবস্থায় ভারতীয় দলের ফুটবলারদের প্রশংসা করার পাশাপাশি ভারতীয় ফুটবলের কর্তাদের একহাত নিলেন ইগর স্টিমাচ।
হংকং- ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে নিজের কোচিং নিয়ে মুখ খুললেন ইগর স্টিমাচ। তিনি বলেন, ‘দলে কোচ কোনও সমস্যাই নয়। প্লেয়ারদের উপর ভরসা ছিল। তারাও আমার উপর বিশ্বাস করেছে। তবে কোচ, ফেডারেশন এবং ক্লাবের সঙ্গে ভালো বোঝাপড়া দরকার ছিল। এশিয়ান দেশ গুলোর মধ্যে ভারতীয় ফুটবল দল ৮-১০ বছর পিছিয়ে রয়েছে। আমাদের ভাবনা চিন্তা করতে হবে।’
ভারতীয় ফুটবলের আরও খবর দেখতে এখানে ক্লিক করুন….
স্টিমাচ আরও বলেন, ‘আমাদের সঠিক সমস্যা বুঝতে হবে। মাঠের বাইরে যা চলছে সেটা এখন প্রয়োজন ছিল না। সাজঘরে এর বড় প্রভাব পড়ে। ফুটবলাররা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।’
ভারতীয় ফুটবলের আরও খবর দেখতে এখানে ক্লিক করুন….
এশিয়ান কাপে যোগ্যতা অর্জন নিয়ে তিনি বলেন, ‘এশিয়ান কাপে যোগ্যতা অর্জন আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। যারা মনে করেন আমাদের কোনও যোগ্যতা নেই, তাদের ধারণাটা ভুল। আমরাও কিছু বিষয় প্রমাণ করার আছে। নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেছি। আর্সেনাল, লিভারপুলের মতো দলের কোচ হওয়াটা হয়তো অনেক বেশি সহজ। তবে আমি নিজে থেকেই এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। ভারতের কোচ হিসাবে আমায় কী করতে হবে, সে বিষয়ে আমার পরিস্কার ধারনা রয়েছে।’
For all the latest Sports News Click Here