‘একে করোনা, তার ওপর হৃদরোগ! একবার ভেবেছিলাম কখনও আর হয়তো ফিরেই আসব না’
২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হন সুনীল গ্রোভার। বাইপাস সার্জারি করা হয়েছিল তাঁর। বাইপাসের একটি শীর্ষস্থানীয় হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারও হয়। এমনকী হাসপাতালে ভর্তির সময় তাঁর কোভিড রিপোর্ট পজিটিভও এসেছিল। সম্প্রতি অভিনেতা-কমেডিয়ান সেই সময়ের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন। জানালেন, একসময় মনে মনে ভেবেই নিয়েছিলেন যে আর কখনও হয়তো ফিরে আসবেন না।
‘ইতিমধ্যেই আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তার ওপর এটা (হার্ট অ্যাটাক)। তবে আপনাকে তো এটার মুখোমুখি হতেই হবে এবং জীবনে এগিয়ে যেতেই হবে। তবে মানুষের মন বিভিন্ন চিন্তার মেঘে ঢেকে যায়। সেই ১-২ মাস আমার জন্য মানসিকভাবে খুব কঠিন ছিল। এখন যদিও অবশেষে অনুভব করছি সবকিছু ঠিক আছে।’, সিদ্ধার্থ কাননকে বলেন সুনীল। আরও পড়ুন: লন্ডনে আরও কাছাকাছি লাভ বার্ডস রণবীর-আলিয়া! ছুটির মেজাজে নতুন মা-বাবা, রাহা আছে?
সুনীল আরও বলেন, ‘এরকম একটা সময় আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, ‘এটি কি কখনও ঠিক হবে?’ ‘আমি কি আর কখনও বাউন্স ব্যাক করতে পারবো?’ কিন্তু সৌভাগ্যবশত, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। মাঝে মাঝে আপনি ভাবতে থাকেন যে এটি কিছু সময় পরে ঘটলে কী হতো। হতে পারে, সবকিছু একটি কারণে ঘটে। এখন আমি পুরোপুরি ভালো আছি এবং আমার কাজ উপভোগ করছি।’ আরও পড়ুন: ‘বেঁটে বর’ নিয়ে কটাক্ষ, বিয়ের পর গায়েব হয় রুশা! এবার হানিমুনের ছবি দিলেন নাকি?
ডাক্তার, যিনি সুনীলের চিকিত্সা করেছিলেন, তিনি আগে ইটাইমসকে বলেছিলেন, ‘তাঁর ভর্তির এক সপ্তাহ পরে একটি এনজিওগ্রাফি করা হয়েছিল। তাঁর তিনটি প্রধান হৃদপিণ্ডের (করোনারি) ধমনীতে ব্লকেজ দেখা গিয়েছে এবং দুটি ধমনীতে ১০০ শতাংশ ব্লক এবং তৃতীয় ধমনীতে সত্তর থেকে নব্বই শতাংশ ব্লক। তবে হার্টের কার্যকারিতা স্বাভাবিক ছিল এবং সৌভাগ্যবশত হার্টের পেশীর কোনও ক্ষতি হয়নি। তাই বাইপাস সার্জারির সুপারিশ করা হয়েছিল এবং করা হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং এখন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।’
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুই মাস পর আবার কাজ শুরু করেছিলেন সুনীল। তাকে এরপর শাহরুখ খানের সঙ্গে জওয়ানে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here