একসময়ে দু’ জনের সঙ্গে প্রেম অনন্যার! করণের থেকে শুনে মেয়ের হয়েই কথা বলল ভাবনা
করণ জোহরের শো-তে ঝড় তুলেছেন গৌরী খান, মাহিপ কাপুর আর ভাবনা পাণ্ডে। এরমধ্যে প্রথমজনের পরিচয় তো সবাই জানেন, শাহরুখের বউ। আরিয়ান-সুহানার মা। মাহিপ কাপুর হলেন সঞ্জয় কাপুরের স্ত্রী, মেয়ে শানায়া খুব জলদি পা রাখবে বলিউডে। আর চাঙ্কি পাণ্ডের স্ত্রী হলেন ভাবনা, মেয়ে অনন্যা পাণ্ডে।
বলিউডে সেভাবে হিট না দিলেও অনন্যাকে মোটামুটি সবাই চেনেন। কিছুদিন আগে অবধি শাহিদ কাপুরের সৎ ভাই ইশান খট্টরের সঙ্গে প্রেম ছিল তাঁর। আর করণ জোহরের শো থেকেই জানা গেল একসঙ্গে দুটো ছেলের সঙ্গে প্রেম করেছেন এই স্টার কিড। বৃহস্পতিবার মাঝ রাতেই এসেছে এই নতুন এপিসোড। আর তাতে দেখা গিয়েছে র্যাপিড ফায়ার রাউন্ডে গৌরীকে করণ প্রশ্ন করছেন এমন একটা ডেটিং অ্যাডভাইস যা তিনি নিজের মেয়েকে দিতে চান। আর তাতে শাহরুখের বউয়ের জবাব ‘একসঙ্গে দুটো ছেলের সঙ্গে যেন প্রেম না করে’। আর তাতে করণ বলে ওঠেন, ‘ভালো উপদেশ’। আরও পড়ুন: মাদক-মামলায় আরিয়ান জেলে থাকার সময় কী হাল ছিল খান পরিবারের? প্রথম মুখ খুললেন গৌরী
এরপরই ভাবনার দিতে তাকিয়ে করণ ফাঁস করে দেন, ‘তোমার মেয়ে অনন্যা তো এটা ইতিমধ্যেই করে ফেলেছে!’ আর তাতে করণের জবাব ‘হ্যাঁ ও দুজনের মাঝে দোদুল্যমান’। আর তাতে ভাবনার জবাব, ‘না ও দুজনের ব্যাপারেই ভাবছে যাতে একজনের সঙ্গে ব্রেকআপ করে নিতে পারে।’ এরপর সবাই হেসে ফেলে। আরও পড়ুন: ‘তোমার তো বুকই নেই’, রাগিনী এমএমএস ২-তে সন্ধ্যা মৃদুল পরেছিলেন ব্রেস্ট প্যাড
কফি উইথ করণের চলতি সিজনেই অনন্যা এই শো-তে এসেছিলেন বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। সেখানে এসে কথাপ্রসঙ্গে নায়িকা জানিয়েছিলেন ‘লাইগার’ কো-স্টার বিজয়ের সঙ্গে ডেটে যাওয়ার কথা। আর তাতে করণ জোহরের উত্তর ছিল তুমি ইশানের সঙ্গে প্রেম করতে করতে বিজয়ের সঙ্গে ডেটে গিয়েছ! যাতে দুজনেই ধামাচাপা দিয়ে বলেন ওটা একটা বন্ধুত্বপূর্ণ ডেট ছিল। আপাতত ইশানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে অনন্যার। খবর বলছে এখন ডেট করছেন অনন্যা আর আদিত্য রায় কাপুর।
For all the latest entertainment News Click Here