‘উড়িয়ে দিচ্ছি না’, কিন্তু বিশ্বকাপে পাকিস্তান ফেভারিট নয়, মত এই প্রাক্তনীর
আসন্ন ওডিআই বিশ্বকাপের বহু প্রতীক্ষিত সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে। বিশ্বকাপে ভারত নিজেদের যাত্রা শুরু করবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বিশ্বকাপে প্রথম ম্যাচের মোটামুটি এক সপ্তাহ পরেই চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে নামবে রোহিত শর্মার দল। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাক দল শেষবার ভারতের মাটিতে খেলে।
দীর্ঘ সাত বছর পর ফের ভারতে খেলতে নামবে তারা। উপমহাদেশের টুর্নামেন্টে এই দুই দলকে ফেভারিট হিসেবে ধরা হয়। তবে বিশ্বকাপে ভারত প্রধান ফেভারিট দল হয়ে নামতে চলেছে। কিন্তু ভারতের হয়ে প্রথমবার বিশ্বকাপ জেতা দলের সদস্য ও প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত এই বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট দল হিসাবে মানতে নারাজ। তিনি মনে করেন বাবর আজমের নেতৃত্বাধীন দলের ভারতে খেলার অভিজ্ঞতা কম রয়েছে।
এই বছর অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত ছাড়া এশিয়া মহাদেশের দলগুলির অবস্থা খারাপ। শ্রীলঙ্কা এখনও বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। বাংলাদেশ এবং আফগানিস্তান কতটা ভালো করবে সেই নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মনে। ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে শ্রীকান্ত জানান, পাকিস্তানের বর্তমান দল ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা প্রায় নেই। যার ফলে তারা ভারতে খেলতে সমস্যার মুখোমুখি হবে। তিনি বলেন, ‘আমি পাকিস্তানকে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বাদ দিচ্ছি না। তারা উপ-মহাদেশের পরিবেশে খেলতে অভ্যস্ত। কিন্তু বিষয় হল তারা দীর্ঘদিন ধরে ভারতে খেলেনি। আমি দেখতে চাই ওরা বিশ্বকাপের জন্য কেমন দল নির্বাচন করছে। ২০১১ সালের বিশ্বকাপে ওরা বেশ ভালই খেলেছে সেমিফাইনাল পর্যন্ত উঠে মোহালিতে ভারতের কাছে হেরেছে। আমি পাকিস্তানকে উড়িয়ে দিচ্ছি না। তবে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা তাদের নেই।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে খেলা প্রথম একাদশের ক্রিকেটারদের মধ্যে কেউই ভারতে এখনও পর্যন্ত খেলেননি। সরফরাজ আহমেদ, শোয়েব মালিক এবং মহম্মদ আমিরের মতো সক্রিয় ক্রিকেটাররা আছেন যারা ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে খেলেছে। কিন্তু এখন এই তিনজনই পাক জাতীয় দলের বাইরে রয়েছে। ২০১৯ একদিনের বিশ্বকাপে ভারত শেষবার পাকিস্তানের সঙ্গে খেলে। যে ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল ৮৯ রানে জয়লাভ করে। এর আগে এক সাক্ষাৎকারে শ্রীকান্ত জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি দলকে তিনি বিশ্বকাপ জেতার দাবিদার মনে করেন।
For all the latest Sports News Click Here