ইংল্যান্ডে মুক্তি পেল না দ্য কেরালা স্টোরি, হঠাৎ বাতিল হল কেন ছবির রিলিজ
শত বিতর্কে জর্জরিত দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। তবুও বক্স অফিসে কামাল করছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই ছবি। মাত্র ৯ দিনেই দেশে ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে আদার এই ছবি। দেশে ফাটাফাটি সাফল্য পাওয়ার পর ১২ মে এটি ৪০টির বেশি দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে অন্যান্য দেশের মতো ইংল্যান্ডেও একই মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্দিষ্ট দিনে এই ছবি ঋষি সুনাকের দেশে মুক্তি পেল না।
ব্রিটিশ বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (BBFC)-এর তরফে দেরি করায় এই ছবি সেই দেশে মুক্তি পেতে দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। একজন ব্রিটিশ সিনেমা অপারেটর জানিয়েছেন এই ছবির প্রদর্শন আটকে গেছে কারণ এখনও এই ছবিতে কোনও এজ রেটিং পড়েনি। তাই ১২ মে মুক্তি পেল না এই ছবি। বিবিএফসির তরফে তাদের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে এখন এই ছবির ক্লাসিফিকেশন চলছে সেই দেশে। তারা আরও জানিয়েছেন যে একবার দ্য কেরালা স্টোরি এজ রেটিং পেয়ে গেলেই সেই দেশে মুক্তি পাবে। এই টুইটে লেখা হয়েছে, ‘দ্য কেরালা স্টোরি এখন আমাদের ক্লাসিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। একবার এই ছবি বিবিএফসির এজ সার্টিফিকেশন রেটিং পেয়ে গেলেই এটা ইংল্যান্ডের সিনেমা হলে মুক্তি পাবে।’
সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিতে আদা শর্মা (Adah Sharma) ছাড়াও যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানিকে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায়। এই বছরের এটা চতুর্থ হিন্দি ছবি যা ১০০ কোটির গণ্ডি পেরোল। মধ্য প্রদেশ, হরিয়ানা, উত্তর প্রদেশে এই ছবিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে তামিল নাড়ুতে ছবি চলছে না বলে ছবিটাকে হল থেকে সরানো হয়েছে। আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ছবিটিকে উসকানিমূলক আখ্যা দিয়ে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই বিষয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ব্যাপারটা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে।
অন্যদিকে, আদা শর্মা এবং পরিচালক সুদীপ্ত সেন একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এদিন পথ দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা স্থিতিশীল আছেন বলেই অভিনেত্রী জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here